লন্ডন সফরে গিয়ে হেনস্তার শিকার হলেন ‘তওবা তওবা’ খ্যাত পাঞ্জাবী সংগীতশিল্পী করণ আউজলা। সেখানে লাইভ কনসার্টে পারফর্ম্যান্সের সময় তার উপর জুতা নিক্ষেপ করা হয়!
কনসার্টে অন্যান্য শোয়ের মত স্বাভাবিকভাবেই পারফর্ম করছিলেন করণ। সুরেলা কণ্ঠে উপস্থিত দর্শক-শ্রোতাদের মাতিয়ে রেখেছিলেন তিনি। কিন্তু আচমকাই শিল্পীর উপর জুতা নিক্ষেপ করা হলে হতবাক হয়েছেন গায়ক।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দর্শকসারি থেকে কেউ একজন জুতা ছুঁড়ে মারেন করণের দিকে। ঘটনাটির কয়েকটি ভিডিও ক্লিপ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।
ভিডিওতেও দেখা যাচ্ছে―স্টেজে গান গাচ্ছিলেন করণ আউজলা। তখন হঠাৎ করেই একজন একটি জুতা ছুঁড়ে মারেন। যা সরাসরি গিয়ে লাগে গায়কের মুখে। এরপর গায়ক সেই জুতা হাতে তুলে নিয়ে নিচে রেখে দেন। আচমকা গায়ে জুতা এসে পড়ায় পারফর্ম্যান্সে খানিকটা বিরতি নিয়ে প্রতিক্রিয়া জানান তিনি। করণ বলেন, ‘কে ছিলেন? আপনাকে মঞ্চে আসার জন্য বলছি, আসুন’।
এরপর করণ হতাশা প্রকাশ করে বলেন, আপনি যে আমাকে জুতা ছুঁড়ে মারলেন, আঘাত করলেন, আমি কি এতটাই খারাপ পারফরম্যান্স করছি?
জানা গেছে, পরে জুতা ছুঁড়ে মারা ব্যক্তিকে নিরাপত্তা কর্মীরা শনাক্ত করেছেন। তারপর তাকে শো থেকে বের করে দেয়া হয়।
এই অনাকাঙ্খিত ঘটনাটি ঘটার কিছুক্ষণ পর আবারও পারফরম্যান্স শুরু করেন করণ আউজলা।