দীর্ঘ ১৪ বছর পর ফের একবার ঢাকার মঞ্চ মাতাতে আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’। বিষয়টি নিশ্চিত করেছেন জাল ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট গহর মমতাজ।
২২ আগস্ট নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গহর মমতাজ কনসার্টের ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘হ্যালো বাংলাদেশ। শিগগির দেখা হচ্ছে।’
বিস্তারিত জানার জন্য ওয়েবসাইটের একটি লিংক শেয়ার করেন তিনি। সেই লিংক থেকে জানা যায়, আগামী ২৭ সেপ্টেম্বর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ শিরোনামের কনসার্টে গাইবে ব্যান্ড জাল। কনসার্টটি আয়োজন করছে অ্যাসেন বাজ, গেট সেট রক ও জিরকোনিয়াম। কনসার্টের দিন বিকেল ৫টায় খোলা হবে গেট। আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬টায়।
ইতিমধ্যে গেট সেট রকের ওয়েবসাইটে শুরু হয়েছে টিকিট বিক্রি। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০ টাকা। তবে জাল ব্যান্ড ছাড়া অন্য পারফর্মারদের নাম ঘোষণা করেনি আয়োজকেরা। এমনকি, এখনই এই বিষয়ে কথা বলতে চাইছে না তারা। আগামী কয়েক দিনের মধ্যেই কনসার্টের বিস্তারিত জানাবে বলে জানিয়েছে আয়োজকেরা।
২০১০ সালে সর্বপ্রথম ঢাকায় আসে ব্যান্ডদলটি। সেসময় দলটির সঙ্গে পারফর্ম করেছিল ব্যান্ড আর্টসেল, শূন্য ও বোহেমিয়ান।
প্রসঙ্গত, ২০০২ সালে পাকিস্তানি শিল্পী আতিফ আসলাম ও গহর মমতাজ গঠন করেন ‘জাল’। ২০০৪ সালে প্রকাশ পায় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘আদাত’। এই অ্যালবামের ‘লামহে’, ‘আদাত’, ‘পানছি’, ‘বিখরা হু ম্যা’ গানগুলো দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।