আজ, ১১ জানুয়ারি পর্দা উঠছে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ‘২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এবারে উৎসবে কি কি সিনেমা দেখতে যাচ্ছে দর্শক।
বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল জানিয়েছেন, ‘১১ জানুয়ারি শুরু হয়ে ১৯ জানুয়ারি পর্যন্ত চলমান ৯ দিন ব্যাপী উৎসবে ১০টি বিভাগে বিশ্বের ৭৫টি দেশের মোট ২২০টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শীত হবে। এসব চলচ্চিত্রের ভেতর বাংলাদেশের মোট ৪৪টি চলচ্চিত্র দেখানো হবে। আর ১১ জানুয়ারি বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনা চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক শু ইয়াং।’
এশিয়ান সিনেমা কম্পিটিশন–
এশিয়ার বিভিন্ন দেশ থেকে ১৭টি চলচ্চিত্র নিয়ে গঠিত প্রতিযোগিতা বিভাগ থেকে সেরা চলচ্চিত্র নির্ধারণে থাকবে ৫ সদস্য বিশিষ্ট একটি স্বাধীন আন্তর্জাতিক জুরি বোর্ড। শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য পুরস্কার হিসেবে থাকছে একটি ক্রেস্ট, সার্টিফিকেট এবং নগদ এক লক্ষ টাকা। এছাড়া শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রী, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক এবং শ্রেষ্ঠ চিত্রনাট্যের জন্য পুরস্কার হিসেবে থাকছে একটি সার্টিফিকেট ও ক্রেস্ট।
রেট্রোস্পেকটিভ বিভাগ–
ত্রয়োদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবারের রেট্রোস্পেকটিভ বিভাগে থাকছে রাশিয়ার স্বনামধন্য নির্মাতা এলেক্সি ফেডরচেনকোর চলচ্চিত্র। তিনি ইতিহাস, লোককাহিনি ও মানবিক গল্পের মিশেলে চলচ্চিত্রে জাদু নির্মাণ করেন। এবারের আয়োজনে তার ৬টি চলচ্চিত্র দেখানো হবে। ছবিগুলো হলো: এঞ্জেলস অব রেভুল্যুশন, আতাভিজম, বিগ স্নেক অব উলি-কালি, ফার্স্ট অন দ্য মুন, আনা’স ওয়ার ও দ্য রেইলওয়ে।
বাংলাদেশ প্যানোরামা–
উৎসবের এ বিভাগে বাংলাদেশের ১০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ফেডারেশন- ফিপ্রেসি বাংলাদেশ প্যানোরামার পূর্ণদৈর্ঘ্য বিভাগে একটি চলচ্চিত্র সমালোচক পুরস্কার দেবেন। বাংলাদেশের চলচ্চিত্রের প্রচার-প্রসার ও আন্তর্জাতিক বাজার উন্নয়নের লক্ষ্যে উৎসব কমিটি এই বিভাগটি সংযোজন করেছে। এছাড়া এই বিভাগে বাংলাদেশের তরুণ নির্মাতাদের নির্মিত বাছাইকৃত সর্বোচ্চ ১৫ মিনিটের ১৫ টি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র দেখান হবে। ফিপ্রেসির ৩ সদস্য বিশিষ্ট জুরি বোর্ড একটি সেরা ছবি বাছাই করবেন, ছবিটি সেরা সমালোচক পুরস্কার হিসেবে পাবে ফিপ্রেসির একটি সনদ।
ওয়াইড অ্যাঙ্গেল– উৎসবের ফোকাস কান্ট্রি এবার চীন। এই বিভাগে চীনের ১৫টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। সিনেমা অব দ্য ওর্য়াল্ড বিভাগ– এই বিভাগে ৪৩টি দেশের বাছাইকৃত সমকালীন ৩৯ টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। চিলড্রেন্স বিভাগ– এই বিভাগে ১০টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। বরাবরের মতো এবারও সব শিশুর জন্য এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে। এই বিভাগ থেকে একটি চলচ্চিত্র ‘বেস্ট জুভেনাইল অডিয়েন্স বাদল রহমান অ্যাওর্য়াডে’র জন্য মনোনীত হবে। এই পুরস্কার হিসেবে থাকছে সনদ ও ক্রেস্ট।
স্পিরিচুয়াল ফিল্মস– এই বিভাগে প্রায় ১৭ টি ছবি প্রদর্শিত হবে। মূলত ধর্মীয় বিশ্বাস, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং মানবতাবাদী চলচ্চিত্রগুলো এতে অন্তর্ভুক্ত হয়েছে। আমরা বিশ্বাস করি এ বিভাগটির ছবিগুলো আন্তঃধর্মীয় ও সাংস্কৃতিক মেলবন্ধন তৈরিতে সহায়তা করবে। ভাববাদী চলচ্চিত্রের এই বিভাগের জন্য ইন্টারফেইথ্ জুরি একটি শ্রেষ্ঠ কাহিনিচিত্র ও একটি শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র নির্ধারণ করবে। পুরস্কার হিসেবে থাকছে একটি সার্টিফিকেট ও ক্রেস্ট।
উইমেন ফিল্ম মেকারস্ সেশন– দেশ ও বিদেশের নারী নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে এই বিভাগটি সাজানো হয়েছে। এতে দেশি-বিদেশি ২৭টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র অন্তর্ভূক্ত করা হয়েছে। ৪ সদস্য বিশিষ্ট জুরি বোর্ড এই বিভাগের একটি শ্রেষ্ঠ কাহিনিচিত্র ও একটি শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্রকে পুরস্কারের জন্য নির্বাচিত করবেন। এছাড়া এই বিভাগ থেকে একজন শ্রেষ্ঠ নারী নির্মাতাকেও পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে থাকছে সনদ ও ক্রেস্ট।