বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের দাবির সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন অভিনেত্রী সাফা কবির ও সাবিলা নূর। তাদের সাথে একাত্মতা প্রকাশ করতে রাজপথেও নেমেছিলেন তারা। এবার আরও একবার তাদের পাশে দাঁড়ালেন সাফা- সাবিলা।
আন্দোলনের কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তাঘাটের। শেখ হাসিনার সরকার পতনের পর থেকে দেশকে আগের রূপে ফিরিয়ে আনতে ঢাকা সহ পুরো বাংলাদেশে ছাত্র-ছাত্রীরা রাস্তায় রাস্তায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ময়লা পরিস্কার করা থেকে শুরু করে ট্রাফিক আইন রক্ষা করা, সব দায়িত্ব বীরের মত পালন করে যাচ্ছে শিক্ষার্থীরা। আর সেজন্যেই তাদের প্রতি সম্মান প্রদর্শন করে রাস্তায় গিয়ে শিক্ষার্থীদের খাওয়ালেন সাফা, সাবিলা ও তাদের বন্ধুরা।
বিষয়টি নিশ্চিত করেছেন মাসুদুল আমিন রিন্টু। ৮ আগস্ট তাদের এমন উদ্যোগের কয়েকটি মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন তিনি। ছবিগুলোতে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণের কাজে নেমেছেন সাফা, সাবিলা ও অন্যান্যরা।
পোস্টের ক্যাপশনে রিন্টু ইংরেজিতে লিখেছেন, ‘আজকে যারা ছাত্ররা রাস্তায় কাজ করছে তাদের সমর্থন করার জন্য আমরা আমাদের বন্ধুদের সাথে ঢাকা শহর জুড়ে খাবার এবং নাস্তা বিতরণ করতে এসেছি।’
সবশেষে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তারা যেন এমন মহান কাজ করতে থাকে। এই যুগের ছাত্রছাত্রীদের বাহবা জানান তিনি।