অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিটি।
ভারতের স্বনামধন্য পরিচালক শ্যাম বেনেগাল পরিচালিত এই ছবিটির শুটিং শুরু হয় করোনার সময়ে।
এরপর সিনেমাটি নিয়ে নানান ধরনের আলোচনা- সমালোচনা হয়েছে। সিনেমার কাস্টিং নিয়ে যেমন হয়েছে, তেমনই যৌথ প্রযোজনার এই ছবিটির নির্মাণ নিয়েও সমালোচনার শিকার হয়েছেন পরিচালক।
এই সিনেমার সাথে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সম্পৃক্ত ছিল। তার মাঝে অন্যতম বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। এই প্রতিষ্ঠানে কর্মরত অনেকেই শ্যাম বেনেগালের সাথে গোটা শহর ঘুরে বেড়িয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, সিনেমার শুটিংয়ের আগে পরিচালক ও তার সহকারি মিলে ঢাকার আহসান মঞ্জিল থেকে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যান, বঙ্গবন্ধুর বাসা, ধানমণ্ডি – মোটমুটি বঙ্গবন্ধুর পদচারণায় মুখর হয়েছে এমন সকল স্থান নিজে ঘুরে এসেছেন।
আরেক কর্মকর্তা জানান, বঙ্গবন্ধুর ভাষণের দৃশ্যায়নের সময় তিনিও ক্যামেরার পেছনে কাজ করেছেন। দুটি ক্যামেরা এই প্রতিষ্ঠান থেকেও সরবরাহ করা হয়।
একারণেই হয়তো ১২ অক্টোবর সিনেমাটির প্রিমিয়ার সকালে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ও বিকেলে একটি বেসরকারি প্রেক্ষাগৃহে এই সিনেমার প্রথম প্রদর্শনের সময় নির্ধারণ করা হয়।
সকালের প্রিমিয়ারে আমন্ত্রিত অতিথিসহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজে সিনেমাটি দেখবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এক সিনেমাতেই প্রেমে জড়ালেন কার্তিক-শ্রীলীলা?
বলিউডের আলোচনায় আবারও এক তারকা জুটির নাম এসেছে। অভিনেতা কার্তিক আরিয়ান এবং দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার সম্পর্ক…