ঢাকার মঞ্চ মাতাতে আসছেন ভারতীয় র্যাপার বাদশাহ। পহেলা মার্চ ঢাকার বসুন্ধরা কনভেনশন সিটির (আইসিসিবি) এক্সপো জোনে আয়োজিত ‘টেকনো স্পার্ক ২০ সিরিজ মিউজিক ফেস্ট’-এ পারফর্ম করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে শোয়ের আয়োজক স্মার্টফোন ব্র্যান্ড টেকনো।
এক সংবাদ সম্মেলনে টেকনো’র তরফ থেকে জানানো হয়, ‘ আয়োজনটির টিকিট বিক্রি শুরু হবে শিগগির। ১ মার্চ ঢাকার বসুন্ধরা কনভেনশন সিটির (আইসিসিবি) এক্সপো জোনের গেট দুপুর ২টায় খুলে দেওয়া হবে। কনসার্ট শুরু হবে বিকাল ৩টায়। তবে রাত ৮টার পর কেউ প্রবেশ করতে পারবেন না। এই কনসার্টে ঢাকার কয়েকজন শিল্পীদের মধ্যে থাকছেন ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, প্রীতম হাসান, জেফার, ব্ল্যাক জ্যাংক ও সঞ্জয়।’
উল্লেখ্য, র্যাপার বাদশাহ’র ভালো নাম আদিত্য প্রতীক সিং সিসোড়িয়া হলেও এই নামে তাকে চেনেন না কেউই। ২০১২ সালে গানের ক্যারিয়ার শুরু হলেও ২০১৫-তে এসে ‘ডিজিওয়ালে বাবু’ গান দিয়ে পরিচিতি পান এই সংগীতশিল্পী। এরপর শ্রোতাদর্শকদের তিনি উপহার দিয়েছেন ‘আভি তো পার্টি শুরু হুয়ি হ্যায়’, ‘সেলফি লে লে রে’, ‘আকাড় বাকাড়’, ‘কার গায়ি চুল’, ‘দ্য ব্রেকআপ সং’, ‘কালা চশমা’, ‘দ্য হাম্মা সং’, ‘চান্ডিগড় মে’-য়ের মতো দারুণ কিছু গান।