জুলাই-আগস্ট আন্দোলনে বেশ বিতর্কিত হয়েছিলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী অরুণা বিশ্বাস। আন্দোলনে ছাত্রদের বিপক্ষে দাঁড়ানো ‘আলো আসবেই’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপে গরম পানি ঢালতে বলাতে তুমুল সমালোচিত হন তিনি। এরপর এই অভিনেত্রী কানাডায় চলে যান। সেখান থেকে সামাজিক মাধ্যমে সক্রিয় রয়েছেন।
সম্প্রতি ড. সলিমুল্লাহকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি। সম্প্রতি দেশের সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে ড. সলিমুল্লাহর একটি বক্তব্য আলোচনায় আসে। সে বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে নিয়ে অভিনেত্রী বলেন, ‘ড. সলিমুল্লাহ খান। আপনি অবলীলায় যা বলেন, তা কি বুঝে বলেন? কী আর বলি বলুন তো? কী শিক্ষা আপনার? আপনাকে কিছু শেখানো যাবে কি আমাদের মতো অল্প শেখা মানুষের? মানুষের মন নিয়ে পড়ুন। গল্পগুলো জানুন। বাংলাদেশকে ভালোবেসে কত মানুষ (সনাতন পরিবার) আঁকড়ে আছে এই বাংলাদেশের মাটি ও মানুষ। মানবিক চর্চ্চা বাড়িয়ে দিন।‘
যদিও অরুণা বিশ্বাস আন্দোলনে ছাত্রদের বিপক্ষে ছিলেন বলা হচ্ছিল, তবে অভিনেত্রী বিষয়টিকে নাকচ করে দিয়েছেন। এ বিষয়ে অভিনেত্রী বলেছিলেন, ‘আসলে আমরা কেউ কিন্তু ছাত্রদের বিপক্ষে ছিলাম না। আমাদের মিডিয়ার লোকজন তাদের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করেছে। আমরা কিন্তু সন্ত্রাসীদের কথা বলেছি। ছাত্রদের কথা নয়।
গরম জল ঢালা প্রসঙ্গে অরুণার ভাষ্য, ‘বলা হচ্ছিল, হাসপাতালে আগুন লেগেছে। ওখানে কেউ ঢুকতে পারছে না। আমি বলেছি গরম জল দিলেই হয়। গরম জল তো কামান থেকে দেয়। জলকামান লিখি নাই আর কি। ওখানেই বোধ হয় মিসটেক হয়েছে। কামানে যে গরম জল থাকে সেটার কথা বলেছি।’