বিশ্বব্যাপী নানান দামের নানান স্বাদের পিৎজার মাঝে এবার একটি আধখাওয়া পিৎজা এলো শিরোনামে। কারণ এই পিৎজার টুকরার সাথে জুড়িয়ে আছে র্যাপার ড্রেকের নাম।
ড্রেকের জনপ্রিয়তার কথা কমবেশি সবারই জানা। তার গান শুনতে মুখিয়ে থাকে অগণিত শ্রোতারা। সম্প্রতি ভাইরাল হওয়া তার একটি অর্ধেক খাওয়া পিৎজা এই ব্যাপারটি আবারও প্রমাণ করলো। পিৎজার টুকরাটির দাম হাঁকা হলো ৫০ হাজার ডলার! বাংলাদেশি টাকায় হিসাব করা হলে এই সংখ্যাটি দাঁড়ায় সাড়ে ৫ কোটি টাকারও বেশি। কিন্তু এত দাম দেখেও এই টুকরাটি কেনার জন্যই ইচ্ছা প্রকাশ করেছেন অনেকেই!
ঘটনাটি শুরু হয় ড্রেকের বন্ধু র্যাপার লিল ইয়াচটির মজার ছলে শেয়ার করা একটি ইনস্টাগ্রামের স্টোরি থেকে। ইয়াচটি ড্রেকের খাওয়া অর্ধেক পিৎজার একটি ছবি তার স্টোরিতে পোস্ট করে লিখেন, “ড্রেকের খাওয়া এই পিৎজাটি ৫০ হাজার ডলারে বিক্রি করা হবে।” এক বন্ধুকে নিয়ে আরেক বন্ধুর রসিকতা থেকেই পাওয়া শুরু হয় অভুতপূর্ব রেসপন্স।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পোস্ট থেকে ড্রেকের অনুরাগীদের মধ্যে অনেকেই পিৎজাটি কেনার ইচ্ছে প্রকাশ করেছেন। নানান মন্তব্য করেছেন নেটিজেনরা। “পিৎজাটি কিনতে হলে কোথায় যোগাযোগ করতে হবে?” জানতে চেয়েও অনেকে করছেন মন্তব্য।
আধখাওয়া একটি পিৎজা কিনতেও যে এতো মানুষ আগ্রহী হতে পারে তা কল্পনার বাইরে। কিন্তু প্রিয় তারকার সবই যে ভক্তদের কাছে প্রিয়, তা আবারও দেখা মিললো নিউজ ফিডে ঘুরতে থাকা পিৎজার টুকরাটি দিয়ে।