‘ডুয়া লিপা নিশ্চয়ই গান দেখেননি, শুনেছেন’- এমনই মন্তব্য করেন বলিউডের প্লেব্যাক সিঙ্গার অভিজিৎ ভট্টাচার্য্য।
কারণ সেই কনসার্ট, যার ভিডিও ভাইরাল হয়ে রাজত্ব করছে নেটদুনিয়াতে। ঘটনাটি ঘটে ডুয়া লিপার মুম্বাই কনসার্টের দিন। ইন্টারনেটে বহুল প্রচলিত একটি মিম-ম্যাশআপ তিনি একেবারে মঞ্চে তুলে আনেন। ডুয়ার গান ‘লিভেটেটিং’ গানের সাথে বলিউডডে বাদশাহ সিনেমার ‘ও লাড়কি যো সাবসে হাসিন হ্যায়’ গানের একটি ম্যাশআপ রিল জগতের পরিচিত মিক্স। এটি জনপ্রিয়তাও পায়। এবার ডুয়া লিপা মুম্বাই কনসার্টে তার গানের সাথে ম্যাশআপের ঐ জায়গাটুকু তুলে আনেন। আবার বলিউডের ভাংড়া স্টাইলে নাচেনও কিছুক্ষণ। তাতেই মুম্বাইয়ের মন জয় করে নেন ডুয়া আরেকবার।
তাতে উপস্থিত দর্শকরা আনন্দিত হলেও অভিজিৎ ঝাড়লেন ক্ষোভ। কারণ, সবাই কিং খান তথা শাহরুখ খানের নাম নিলেও গায়কের নাম নেয়নি। আর এই গানটি গেয়েছিলেন অভিজিৎ। গায়কের ভাষ্যমতে গানের ক্রেডিট তো গায়কের। তিনি তার সোশাল মিডিয়াতে লেখেন, গান গায়ক গায়, নায়ক না। সবাই নায়কের নাম নিল গায়কের নাম কেউ নিল না !
এদিকে নব্বই দশকের পর থেকে অভিজিতের সাথে শাহরুখ খানের সম্পর্কের অবনতি ঘটতে থাকে। এর কারণ কিং খান না বললেও অভিজিৎকে প্রায়ই মন্তব্য করতে দেখা গেছে। এবারও ক্ষোভ ছাড়তে দেরি করেননি।