‘কেন্দে দিয়েছি’ বলে লাগাতার ট্রলের শিকার হওয়া শিশুশিল্পী সিমরিন লুবাবা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ায় তার মা জাহিদা ইসলাম জানিয়েছিলেন আইনি পদক্ষেপ নেবেন তারা। আরও বলেছিলেন প্রয়োজনে তারা যাবেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সাথে দেখা করতে। সেই বক্তব্য প্রদানের কিছুদিন যেতেই লুবাবাকে দেখা গেল ডিবি প্রধানের সাথে।
১৫ নভেম্বর লুবাবার ফেসবুকের অফিশিয়াল হ্যান্ডেল থেকে কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। যেখানে তাকে দেখা গেছে ডিবি প্রধানের সঙ্গে। লুবাবার সাথে তার মা জাহিদাও ছিলেন।
যদিও ট্রলের শিকার হওয়ার ব্যাপারে আইনি পদক্ষেপ নিতেই এই সাক্ষাৎ কিনা এই বিষয়টি স্পষ্ট নয়। ডিবি প্রধানের সাথে দেখা করা প্রসঙ্গে জাহিদা জানান, “তেমন কিছু না। এমনি এসেছি। আমরা ওনার (ডিবি প্রধানের) সঙ্গে দেখা করতে এসেছি।”
তবে লুবাবাকে নিয়ে ট্রলের ব্যাপারে এর আগে জাহিদা বলেছিলেন, “সিদ্ধান্ত নিয়েছি বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেব। আমি ডেঙ্গুতে আক্রান্ত বলে সময় নিচ্ছি। সুস্থ হলে হারুন সাহেবের (ডিবি প্রধান) সঙ্গে কথা বলব। কারণ এটা আমার সন্তানের জন্য সমস্যার সৃষ্টি করছে।”
তিনি আরও বলেছিলেন, “লুবাবার নামে প্রচুর ফেইক অ্যাকাউন্ট খোলা হচ্ছে। ও টিকটক করে না। অথচ ওর নামে আইডি খুলে টিকটক করছে অনেকে। তাদের ফলোয়ার বাড়ছে। বিষয়টি আমি খেয়াল করছি। সিদ্ধান্ত নিয়েছি, যারা এসব করছেন তাদের কাউকে ছাড় দেব না। আমার সন্তানকে তারা কটাক্ষ করছেন। আমি তাদের নামে জিডি (সাধারণ ডায়েরি) করব।”
উল্লেখ্য যে, প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। দাদার কারণে এবং শিশুশিল্পী হিসেবে কাজ করে বেশ সমাদর পেয়ে থাকলেও ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা দেখতে গিয়ে সম্প্রতি সাংবাদিকদের সাথে কথা বলার সময় ‘কেঁদে দিয়েছি’-র বদলে ‘কেন্দে দিয়েছি’ বলার পর থেকে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় সে।