Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

ডিপজলের জন্য ভক্তের ২৫ লাখ টাকার ‘তাজমহল খাট’ উপহার

মনোয়ার হোসেন ডিপজল ও ভক্তের বানানো খাট | ছবিঃ সংগৃহীত

নিজের হাতে তাজমহলের আদলে খাট বানিয়ে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে উপহার দিচ্ছেন তার একজন ভক্ত। যা তৈরি করতে খরচ হয়েছে ২৫ লাখ টাকার মতো!

ভক্তের নাম- দুলাল মিয়া। পেশা- কাঠমিস্ত্রি। বাড়ি- ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মীরহাটি এলাকায়। ডিপজলের অন্ধভক্ত তিনি। তাই নিজের পছন্দের তারকাকে স্পেশাল কিছু উপহার দেওয়ার জন্য তিনি তৈরি করেছেন ‘তাজমহল খাট’।  

খাটটির নকশা নিজেই করেছেন দুলাল। আকাশি কাঠ দিয়ে তাজমহলের আদলে গড়া এই খাটে আছে ৩৮৭টি গোলাপ। চারদিকের চারটি স্ট্যানে আছে নানা আদলের নকশা। আর এটি পুরোপুরি সংযুক্ত করতে লেগেছে মোট ৮০টি নাট। এই খাট নির্মাণ করতে সময় লেগেছে প্রায় তিন বছর আট মাস।

জানা গেছে, কেবল বার্নিসের জন্য আলাদা মিস্ত্রির কাজ লেগেছে। বাকি সব কাজ তিনি নিজ হাতে সামলেছেন। ‘দুলাল ফার্নিচার’ নামের মীরহাটি এলাকায় নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানে খাটটি রেখেছেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার গণমাধ্যম বরাতে আরও জানা যায়, দুলাল এই বিশেষ উপহার তৈরির কথা জানিয়েছেন ডিপজলকেও। তার কাছে আছে একটি রেকর্ড করা ভিডিও বার্তা। যেখানে দেখা যাচ্ছে অভিনেতা খুশি হয়ে খাটটি গ্রহণ করতে রাজি হয়েছেন। তবে সেই বার্তায় কিভাবে তিনি তা গ্রহণ করবেন এই ব্যাপারে নিশ্চিত করে জানাননি ডিপজল। 

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নতুন গান ও সদস্যের বিদায় ঘোষণা দিল চিরকুট

‘জানা হলো না’ শিরোনামের নতুন গান এবং জাহিদ নিরবকে বিদায় জানিয়ে সোমবার সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছে ব্যান্ড…

বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন রাহাত ফাতেহ আলী খান

বিপিএল মিউজিক ফেস্টের আয়োজনে  সোমবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রায় ১০,০০০ দর্শকদের গান…
Exit mobile version