১৭ নভেম্বর যমুনা ফিউচার পার্কের ‘বিশ্বরঙ’ শোরুমে জমকালো আয়োজনে ‘ও আমার নন্দিনী’র চমক নিয়ে এসেছেন বাংলাদেশের অন্যতম ফ্যাশন হাউজ বিশ্বরঙ এর কর্ণধার ও গায়ক বিপ্লব সাহা। গানটি একযোগে প্রকাশিত হয়েছে বিপ্লব সাহার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং দেশ সেরা ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ এর অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
গান প্রসঙ্গে বিপ্লব সাহা জানান, “এই গানটি আধুনিক বাংলা গান, গানটি পুরানো স্মৃতির আবেগ ঘন মুহুর্ত গুলোকেই যেন মনে করিয়ে দেয়। নিজের সকল কষ্ট উপেক্ষা করেও প্রিয়তমার ভালো থাকার আকুল প্রর্থনা গানটিকে আরো বেশি আবেগঘন করে তুলেছে। ভালো থাকুক সবার সব প্রিতমারা সেই ভাবনা থেকেই গানটি কণ্ঠে তুলেছি। আমার বিশ্বাস, গানটি ভালো লাগবে দর্শক শ্রোতাদের।”
বিপ্লব সাহার কণ্ঠে ‘ও আমার নন্দিনী’ গানটির কথা,সুর ও সংগীত আয়োজন করেছেন গীতিকার মনি জামান।
তানপুরা স্টুডিওতে রেকর্ডকৃত গানটির দৃশায়ন হয়েছে বরিশাল ও কুয়াকাটা সমুদ্র সৈকতের মনোমুগ্ধকর কিছু স্থানে। গানটিতে বিপ্লব সাহাসহ দেখা যাবে ঋতিকা ইসলাম ও রাসেদুর রহমান রাশেদ, আশরাফুল ইসলাম ও সাবিহা রিংকুকে। গানটিতে কণ্ঠের পাশাপাশি রিজভী হোসেনের সাথে পরিচালনার দায়িত্বেও ছিলেন বিপ্লব সাহা।
ডিজাইনার ও গায়ক বিপ্লব সাহা মানেই নতুন কোনো চমক! সারা বছর বিভিন্ন দিবসগুলোতে তিনি দারুন দারুন সব গান ভিডিও আকারে প্রকাশ করেন এই সঙ্গীতপ্রিয় মানুষটি। সেই ধারাবাহিকতায় নতুন এক চমক হিসেবে প্রকাশে এনেছেন ‘ও আমার নন্দিনী’ ।