বলিউডের অভিনেতা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। তাকে নিয়ে সবার কৌতূহলের নেই শেষ। বিনোদন জগতেও ইতিমধ্যে পা রেখেছেন তিনি। যদিও বাবার পথ অনুসরণ করে নয় নায়ক হিসেবে নয়, পরিচালক হিসেবে কাজ করছেন আরিয়ান। সেই কাজ প্রায় শেষের পথে থাকলেও তিনি এবার তার কাজের জন্য শিরোনামে না এসে শিরোনামে আসলেন তার ইউনিভার্সিটি নিয়ে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যানুযায়ী, ইউনিভার্সিটি অফ সাউথ ক্যালিফোর্নিয়া স্কুল অফ সিনেম্যাটিক আর্টস থেকে স্নাতক সম্পন্ন করেছেন আরিয়ান। তবে প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল প্রিয়া জয়কুমার জানান, স্নাতক সম্পন্ন হলেও শাহরুখ পুত্রকে সামনে থেকে একবারও দেখননি তিনি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আরিয়ান করোনার সময় স্নাতক পাশ করেন। ঐ সময় লকডাউনের কারণে আরিয়ানের সঙ্গে দেখা হয়নি প্রিন্সিপাল প্রিয়ার। তবে আরিয়ানের বাবা শাহরুখ খানের সাথে বেশ কয়েকবার কথা হয়েছে বলেও জানান প্রিন্সিপাল।
প্রসঙ্গত, আরিয়ান ‘স্টারডম’ শীর্ষক ওয়েব সিরিজে কাজ করছেন। যেখানে বিনোদন জগতের তারকাদের জীবনের উত্থান পতন দেখানো হবে। এই সিরিজের একটি বিশেষ চরিত্রে শাহরুখ খানেরও অভিনয় করার কথা রয়েছে। এছাড়াও আরিয়ানের নির্মিত প্রথম সিরিজে থাকছেন তার বিশ্ববিদ্যালয়ের বন্ধুরাও।