দেশের অভিনয় জগতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। গত কয়েক বছরে বেশ কয়েকটি ছবি ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন তমা এবং প্রতিটি চরিত্রই ছিল ভিন্নধর্মী। সর্বশেষ ‘আমলনামা’ সিরিজ ও ‘দাগি’ সিনেমায় অভিনয় করে আলোচনার কেন্দ্রবিন্ধুতেই চলে আসেন তিনি। দাগির পর এরপর একাধিক নতুন সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয়ের কথা শোনা গেলেও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি কোনোটিরই।
সম্প্রতি গণমাধ্যমের সাথে আলাপকালে তার বৈচিত্রময় চরিত্র নিয়ে তমা বলেন, ‘দাগি’ ও ‘আমলনামা’ আমার ক্যারিয়ারে বিশেষ মাত্রা যুক্ত করেছে, ‘দুটি ছবির গল্প ও চরিত্র একেবারে আলাদা। একজন অভিনেত্রী হিসেবে এ ধরনের ভিন্নতা খুবই গুরুত্বপূর্ণ। দর্শকও চান অভিনয়শিল্পীকে বিভিন্ন রূপে দেখতে। এতে করে তাদের আগ্রহ তৈরি হয়, পরবর্তী কাজের জন্য অপেক্ষা করেন।’
দেশের সিনেমা অনেকটা ঈদকেন্দ্রিক এখন। তার বাহিরে সিনেমার সাফল্য খুবই কম। ঈদের বাহিরে কাজ করা নিয়ে তমা বলেন, ‘আমার যেন দুটো ডানা আছে, কিন্তু ডানা মেলে উড়তে পারছি না। তখন আকাশটাই ছোট মনে হয়। শিল্পীর নিয়মিত কাজ থাকা উচিত। বছরে যদি তিন থেকে চারটি মানসম্মত কাজ করা যায়, তাহলে নিজেকে আরও গড়েপিটে তোলা যায়, দর্শকের ভালোবাসাও মেলে।‘
অভিনয় প্রথম ও প্রধান ভাবনা হলেও বিয়ে নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তার মতে, “সংসার করতে হলে আগে মনস্থির করতে হয়। কাউকে বিয়ে করে সংসার করব—এমন মানুষ এখনো পাইনি। জীবনের পথে চলতে গিয়ে অনেকেই বন্ধু হয়ে আসে, কেউ থেকে যায়, কেউ আবার চলেও যায়। আবার এটাও বলা যাবে না যে আমার জীবনে প্রেম একবারই এসেছিল। একজনকেই ভালোবেসেছি, আর কাউকে পারিনি—এটাও নিছক মিথ্যা হবে। প্রেম বারবার আসতে পারে। কেউ কেউ হয়তো ভালোবেসে সারা জীবন একজনের সঙ্গেই কাটিয়ে দেন। তবে এই সময়ে এসে এমন কাউকে পাওয়া সত্যিই কঠিন। জীবনের যেসব সময়ে প্রেম এসেছে, ভালোবাসা এসেছে, তখন হয়তো ভেবেছি, বিয়ে করব, সংসার করব, নিজেকে স্থির করব। কিন্তু এখন যেহেতু জীবনে এমন কেউ নেই, তাই তেমন কিছু ভাবছি না। তবে হঠাৎ বৃষ্টির মতো যদি কেউ আসে, যদি মনে হয় তাঁর সঙ্গে বাকি জীবনটা কাটিয়ে দেওয়া সম্ভব, তখনই বিয়ে করব।“
তবে রায়হান রাফির সাথে প্রেম নিয়ে জিজ্ঞেস করাতে তিনি বলেন ‘আগের কোনো বিষয় নিয়ে এখন কথা বলতে চাই না। কারণ, তা একান্তই ব্যক্তিগত।‘