২১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে শাহরুখ খানের ছবি ‘ডানকি’। এর প্রচারণায় সিনেমা নিয়ে অনেকটাই আবেগঘন বার্তা দিয়েছেন কিং খান।
জিও নিউজের খবরে সাংবাদিকদের অভিনেতা বলেন, “’ডানকি’ আমার ক্যরিয়ারের সেরা সিনেমা। পাঠানের সময় অনেক মানুষ অনেক কিছু বলেছে। অনেকেই লিখেছে, শাহরুখ এসব কী ধরনের চরিত্র করছে! তখন ভেবেছি, আমার এমন কিছু করা উচিত, যা মন থেকে আসবে। পাঠান দিয়ে বছর শুরু করেছিলাম, যেটি ছিল আমার নারী ভক্তদের জন্য। আর বছর শেষ করছি ডানকি দিয়ে, যেটা বানিয়েছি সম্পূর্ণ নিজের জন্য। আমার বিশ্বাস, সিনেমাটি সবাইকে গভীরভাবে ছুঁয়ে যাবে,অনুপ্রাণিত করবে এবং হাসাবে।”
উল্লেখ্য, ‘ডানকি’ দিয়ে প্রথমবার পরিচালক রাজকুমার হিরানির সাথে কাজ করছেন শাহরুখ খান।