কিং খানকে টক্কর দিতে ২২ ডিসেম্বর একসাথে মুক্তি পেতে যাচ্ছে কলকাতার সুপারস্টার দেবের ‘প্রধান’। প্রথমবার বড় পর্দায় একসাথে জুটি বেঁধেছেন শাহরুখ-তাপসী আর অন্যদিকে টলিউড পাড়ায় দেবের সাথে প্রথমবার জুটি বেঁধেছেন ছোট পর্দার সৌমিতৃষা কুন্ডু।
দেব ভারতীয় গণমাধ্যমকে জানান, “প্রত্যেকদিন পরিশ্রম করি। তাই হয়তো আজ দর্শকও মনে করেন দেবের ছবি মানেই একটু অন্যরকম এবং ভালো। তাদের এই আশা-ভরসাটাই আমার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেয়। নিজেকে বারবার ভেঙেচুরে দর্শকের সামনে নিয়ে আসছি। তাই জন্যই ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ আর ‘বাঘা যতীন’এর মধ্যে কোনও মিল ছিল না। দর্শক যদি আমার প্রজাপতি, ব্যোমকেশকে ভালোবেসে থাকেন তাহলে এই ছবিটাও ভালো লাগবে এই বিষয়ে আমি নিশ্চিত।”
তবে একইদিনে দুটি ছবি মুক্তির ফলে বলিউড কিং শাহরুখ খান নাকি টলি সুপারস্টার দেব হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যায় সেটা জানতে ভক্তদের চোখ এখন ২২ ডিসেম্বরের অপেক্ষায়।
উল্লেখ্য, শাহরুখের ‘পাঠান’র সাফল্যের মাঝে অনেক ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছিল। শুধু বলিউডই নয়, দক্ষিণী ছবি মুক্তির দিন পরিবর্তন করা হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে দেব শাহরুখের সঙ্গে চ্যালেঞ্জ নিতে তৈরি।