১৭ জুন মুক্তির আশায় থাকা ‘দ্য লাস্ট ডন’ শিরোনামের গানটির মিউজিক ভিডিওতে ‘ডন’ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে কণ্ঠশিল্পী আসিফ আকবরকে।
সুহৃদ সুফিয়ানের কথায় ও জাভেদ আহমেদ কিসলুর সংগীতায়োজনে ‘দ্য লাস্ট ডন’ মিউজিক্যাল ফিল্মে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের মডেল হিসেবে অন্যায়ের প্রতিবাদকারী ‘যুবক’ হিসেবে দেখা দেবেন আসিফ।
এই প্রসঙ্গে কণ্ঠশিল্পী জানিয়েছেন, ‘অনেক দিন ধরেই এমন একটি মিউজিক্যাল ফিল্ম করার পরিকল্পনা করে আসছি। গানের মধ্যে মূল চরিত্রটিই করেছি আমি। আমাকে তো রীতিমতো অভিনয় করতে হয়েছে এখানে। এটি আমার জন্য অন্য রকমের একটা অভিজ্ঞতা। দর্শক-শ্রোতারা এখানে আমাকে নতুনভাবে পাবেন।’
মিউজিক্যাল ফিল্মের গল্প প্রসঙ্গে শিল্পী আসিফ আরও যোগ করেন, ‘একজন গায়ক গান গায়, আনন্দের জীবন। তার চোখে ধরা পড়তে থাকে যাপিত জীবনের অন্য দিকগুলো। সে নিজেও সেই নোংরা সমাজের একটা অংশ। বিচার যখন না পায়, ডন নিজের হাতেই আইন তুলে নেয়। নারী পাচার, মানব পাচারের বিরুদ্ধে প্রতিবাদের গল্প এটি।’
মিউজিক্যাল ফিল্মটি প্রসঙ্গে এর পরিচালক সৈকত নাসির জানিয়েছেন, ‘আসিফ ভাইয়ের পরামর্শেই এটি করেছি। সে অনেক দিন ধরেই এমন প্রতিবাদী গল্পের গান নিয়ে ফিল্ম করার কথা ভাবছিলেন। শুটিংয়ের আগে অনেক দিন ধরেই প্রস্তুতি নিয়ে কাজটি করেছি। সম্প্রতি এর শুটিং শেষ করেছি।’
উল্লেখ্য, ১৭ জুন বিকাল ৪টায় আসিফ আকবরের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানটি। এরই মধ্যে ঢাকার বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে মিউজিক্যাল ফিল্ম ‘দ্য লাস্ট ডন’-এর শুটিং।