বলিউডের বহুল প্রতীক্ষিত সিকুয়েল সিনেমা ‘ডন থ্রি’-তে কিয়ারা আদভানি আর অভিনয় করবেন না। গত বছরের শুরুতে শোনা গিয়েছিল, রণবীর সিংয়ের বিপরীতে কিয়ারা ডন থ্রিতে অভিনয় করবেন। তবে এক বছরের ব্যবধানে জানা গেছে, তিনি এই সিনেমা থেকে সরে গেছেন।
অভিনেত্রী কিয়ারা আদভানি সম্প্রতি মা হওয়ার খবর জানিয়েছেন এবং মাতৃত্বকালীন ছুটি নিতে চান। যদিও তার অভিনয় করার ইচ্ছা ছিল, তবে এই সময়ে তিনি সিনেমাটি করতে পারছেন না। কিয়ারা বর্তমানে ‘টক্সিক’ সিনেমার শুটিং শেষ করে ‘ওয়ার টু’-এর কাজ নিয়ে ব্যস্ত। এই সিনেমায় তার বিপরীতে আছেন হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর।
‘ডন থ্রি’-এর শুটিং শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের মাঝামাঝি সময়ে। তবে কিয়ারার মাতৃত্বকালীন বিরতির কারণে, নির্মাতারা এখন নতুন নায়িকা খোঁজার প্রক্রিয়া শুরু করেছেন। কিয়ারার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নির্মাতারা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
‘ডন’ ফ্র্যাঞ্চাইজিটি ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি কিনে নেওয়ার পর ২০০৬ সালে শাহরুখ খানের সঙ্গে প্রথম ‘ডন’ নির্মাণ করেন ফারহান। সিনেমাটি বক্স অফিসে সফল হওয়ার পর ২০১১ সালে ‘ডন টু’ মুক্তি পায়। এবার নির্মাতারা ‘ডন থ্রি’কে ২৭৫ কোটি রুপির বড় বাজেটে তৈরি করছেন।