২০ মে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরুণ বয়সের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘দ্য অ্যাপ্রেনটিস’। সেখানে দেখানো বৈবাহিক ধর্ষণের দৃশ্য নিয়ে চলছে তুমুল বিতর্ক!
ইরানি বংশোদ্ভূত ড্যানিশ নির্মাতা আলি আব্বাসি পরিচালনায় নির্মিত ‘দ্য অ্যাপ্রেনটিস’ -সিনেমায় ট্রাম্পকে দেখানো হয়েছে একজন ধ’র্ষ’ক হিসেবে। সিনেমার একটি দৃশ্য, যেখানে ট্রাম্পের ভুঁড়ি নিয়ে কটাক্ষ করেছেন ইভানা। আর তাতেই ট্রাম্প ( পর্দার সেবাস্তিয়ান স্ট্যান) স্ত্রী ইভানার ( পর্দার মারিয়া বাকালোভা) ইচ্ছার বিরুদ্ধে তার সাথে য’ন সম্পর্ক স্থাপন করেন। কান উৎসবে প্রদর্শিত সিনেমার এই দৃশ্যটি নিয়ে সমালোচনা চলছে বিভিন্ন মার্কিন গণমাধ্যম গুলোতে।
এই বিতর্ক সামনে আসতেই নির্মাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্পের টিম। সিনেমাটিকে তারা ‘আবর্জনা’ এবং ‘মানহানি’ বলে অভিহিত করেছেন। রেগে গিয়েছেন ট্রাম্পের অনুরাগীরাও।
বিবিসি’র খবরে, স্ট্যান তরুণ ট্রাম্প হিসেবে দারুণ। তার অঙ্গভঙ্গি, হাঁটাচলা ছিল দারুণ। তবে তিনি যে ট্রাম্পের ক্যারিকেচার না করে বরং পর্দার চরিত্র হয়ে ওঠার চেষ্টার করেছেন, এটা ছিল সবচেয়ে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত।
সমালোচনার পাশাপাশি দারুণ প্রশংসাও কুড়াচ্ছে ‘দ্য অ্যাপ্রেনটিস’, বিশেষ করে সেবাস্তিয়ান স্ট্যান! রটেন টোমাটোজে ১৯ জন সমালোচকের কাছ থেকে ছবিটি ৭৯ শতাংশ ইতিবাচক রিভিউ পেয়েছে, মেটাক্রিটিকে ১০-এ গড় রেটিং ৬ দশমিক ৬।