Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

ট্রল করে আজকে আমার রিজিক কেড়ে নিলেন: জয়

শাহরিয়ার নাজিম জয় | ছবি: ফেসবুক

‘ত্রিভুজ’ ওয়েব ফিল্মের প্রচারণায় না রাখায় বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। পাশাপাশি তিনি আশঙ্কা করছেন, এরই মাধ্যমে বিনোদন জগত থেকে তার বিদায়ের ঘন্টা বাজছে কিনা!

অভিনেতা ও উপস্থাপক হিসেবে পরিচিত মুখ জয়। অতিথিদের বিতর্কিত প্রশ্ন করে ও নানা ধরনের মন্তব্য করে প্রায় সময়ই নেটিজেনদের আলোচনায় উঠে এসেছেন তিনি। পেয়েছেন ‘ভাইরাল স্টার’ হওয়ার তকমা। তবে ৫ আগস্টের পর থেকে বদলে গেছে সব সমীকরণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে নানাভাবে হেনস্তার শিকার হচ্ছেন অভিনেতা।

বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলারদের তোপের মুখে পড়তে হচ্ছে জয়কে। তাছাড়া ইতিমধ্যেই তাকে আসামি করা হয়েছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলায়। সব মিলিয়ে ক্যারিয়ার নিয়ে যেন দোটানায় পড়েছেন তিনি। যা নিয়েই মূলত ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা।

জয় তার অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেছেন। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ত্রিভুজ ওয়েব ফিল্মটির প্রতি রইল আমার অনেক অনেক শুভকামনা।’ এরপর অনুযোগ করে জয় বলেন, ‘এই ফিল্মটিতে বাকি সবার মতো আমিও একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। আমার পরিচালক এবং প্রযোজক ও সহশিল্পীরা আমার অভিনয়ে সন্তুষ্ট হয়েছেন। দীপ্তও সন্তুষ্ট। কিন্তু সিনেমাটির কোনো প্রমোশনে আমার ছবি ব্যবহার করা হয়নি এবং আমাকে ট্রেলারেও ব্যবহার করা হয়নি।’

এরপর জয় প্রশ্ন করে লিখেন, ‘আমার অপরাধ কি? বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতার পর একমাত্র আমিই শিল্পী হিসেবে বহুবার কথা বলেছি আমার অবস্থান পরিষ্কার করেছি।’

ট্রলের কারণে তিনি যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তা উল্লেখ করে জয় বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে খুব ছোট ছোট ব্যাপারকে বড় বানিয়ে আমাকে নিয়ে ট্রল করে আজকে আমার রিজিক কেড়ে নিলেন। কারণ এই কাজ আমার রিজিক। পোস্টারে আমার ছবি না থাকা প্রমাণ করে অভিনয় জগতে আমার ভবিষ্যৎ কী!’

সবশেষে জয় লেখেন, ‘একদিন রাফী ফোন করে বলল কর্তৃপক্ষ বলেছে আপাতত আপনাকে এভোয়েড করতে। অথচ তিন মাস ধরে আমি রাফীর এই কাজটা করার স্বপ্নে ছিলাম। তাহলে কি ধরেই নেব, বিদায় অভিনেতা শাহরিয়ার নাজিম জয়!’

সম্প্রতি ঘোষণা এসেছে নির্মাতা রায়হান রাফির প্রথম ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ নির্মাণের। ওয়েব সিরিজটিতে অনেক আগে থেকেই কাজ করার কথা ছিল জয়ের। কিন্তু শুটিং ঘোষণার আগেই অস্পষ্ট কোনো কারণে সেই সিরিজ থেকে বাদ পড়েছেন তিনি। বাদ পড়ার এই কথাটিই পোস্টের শেষে উল্লেখ করেছেন জয়।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এবার ওটিটিতে ‘শরতের জবা’

প্রেক্ষাগৃহে মুক্তির দীর্ঘ দুই মাস পর এবার ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে কুসুম সিকদার পরিচালিত…
0
Share