যু’দ্ধবিধ্বস্ত ফি’লি’স্তিনের জন্য ‘টু গা’জা ফ্রম ঢাকা’ শীর্ষক চ্যারিটি কনসার্টে গাইবেন সঙ্গীতশিল্পীরা। তবে কনসার্টটি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দীয় মাঠে অনুষ্ঠিত হবার কথা থাকলেও সেই ভেন্যু পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের পরিবর্তে ২৪ নভেম্বর হাতিরঝিলের ‘এম্ফি থিয়েটার’ মঞ্চে অনুষ্ঠিত হবে কন্সার্টটি।
২১ নভেম্বর ‘আর্টিস্ট এগেইনস্ট জেনোসাইডের মুখপাত্র সংগীতশিল্পী আহমেদ হাসান সানি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, “‘টু গা’জা ফ্রম ঢাকা’ কনসার্টটি হাতিরঝিলের ‘এম্ফি থিয়েটার’ মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে।”
বছরের সবচেয়ে বড় একটি কনসার্ট আয়োজনের প্রত্যাশা রেখে সানি জানান, “এ আয়োজনে পারফর্ম করবেন ব্যান্ড মেঘদল, ব্যান্ড কার্নিভাল, ব্যান্ড হাইওয়ে, ব্যান্ড বাংলা ফাইভ, সংগীত শিল্পী মাশা ইসলাম, র্যাপার শাফায়েত ও গায়ক আসির আরমানসহ ২০টিরও বেশি ব্যান্ড ও সংগীতশিল্পীরা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন গীতিকার প্রিন্স মাহমুদ ও লতিফুল ইসলাম শিবলী।”
উল্লেখ্য, যু’দ্ধবিধ্বস্ত ফি’লিস্তিনের তহবিলের উদ্দেশ্যে আয়োজিত কনসার্টে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। তবে চাইলে বেশি অর্থ দিয়ে সাহায্য করার ব্যবস্থাও রাখা হয়েছে। আর এই কনসার্টে পারফর্ম করার জন্য কোনো পারিশ্রমিক নিচ্ছেন না কেউ। কনসার্ট থেকে অর্জিত পুরো অর্থই ‘রেড ক্রিসেন্ট’ বা ‘প্যা’লে’স্টাইন চিলড্রেন্স ফান্ড’এর মাধ্যমে পাঠানো হবে গা’জাবাসীদের জন্য।