ঈদুল আজহা উপলক্ষে নাগরিক টেলিভিশনের সাত দিনব্যাপী অনুষ্ঠানমালার মাঝে অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছে বড় পর্দার সোনালি যুগের তারকাদের সিনেমা। এরই অংশ হিসেবে চ্যানেলটিতে ঈদের ষষ্ঠ ও সপ্তম দিন দেখা দিবেন মান্না, পূর্ণিমা, সালমান শাহ ও মৌসুমির মত দর্শকনন্দিত তারকারা।
জানা গেছে, ঈদের ৬ষ্ঠ দিন সকাল ১০টায় দর্শকরা নাগরিকের পর্দায় উপভোগ করতে পারবেন মান্না ও পূর্ণিমা অভিনীত ‘মাস্তানের উপর মাস্তান’ সিনেমা। এরপর দুপুর ১টায় থাকছে শাকিব খান ও শাবনূরের সিনেমা ‘প্রেম সংঘাত’। বিকেল ৪টায় আবারও দেখা দিবেন শাকিব খান। এসময় প্রচারিত হবে শাকিব ও অপু বিশ্বাস অভিনীত ‘লাভার নাম্বার ওয়ান’। এছাড়াও রাত ১২টায় ফের দেখা যাবে শাকিবের সিনেমা- ‘ভাড়াটে খুনি’। এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন সাহারা।
পরদিন, অর্থাৎ ঈদের সপ্তম দিন সকাল ১০টায় নাগরিকের পর্দায় থাকছে সালমান শাহ ও মোসুমি অভিনীত সিনেমা ‘অন্তরে অন্তরে’। এরপর দুপুর ১টায় দেখানো হবে শাকিব খান ও নদী অভিনীত ‘সাত খুন মাফ’। বিকেল ৪টায় আবারও প্রদর্শিত হবে স্বপ্নের নায়ক সালমান শাহ’র সিনেমা- ‘প্রেম পিয়াসি’। এতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন শাবনূর। তাছাড়া রাত ১২টায় দিনের শেষ সিনেমা হিসেবে থাকবে শাকিব খান ও সাহারা অভিনীত সিনেমা ‘রুখে দাড়াও’।
প্রসঙ্গত, নাগরির টেলিভিশনের এবারের ঈদে দর্শকদের জন্য সাত দিন জুড়ে ভিন্ন ভিন্ন স্বাদের মোট ২৯টি সিনেমা প্রচার করছে। এই আয়োজনে প্রতিদিন ৪টি করে সিনেমা দেখতে পারছেন দর্শকরা।