অনেকদিন ধরেই আড়ালে রয়েছেন ঢালীউড নায়ক আরেফিন শুভ। তবে সম্প্রতি ঈদুল আযহাকে কেন্দ্র করে “নীলচক্র” নামে একটি সিনেমা মুক্তি পাওয়ার কথা। এবার সেই সিনেমার টিজার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন আরেফিন শুভ। মাত্র ১৯ সেকেন্ডের টিজারে দুর্দান্ত লুকে দেখা গেছে তাকে।
এই টিজারে তাকে দেখা গেছে পুরোদস্তুর অ্যাকশনের মেজাজে। ভিডিওটি শুরু হয় একটি ধাওয়ার দৃশ্য দিয়ে, দেখে মনে হয়েছে সিনেমায় হয়তো আইন প্রয়োগকারী কোনো সংস্থার সদস্য তিনি। সাথে আছে একটি আগুন লাগানোর দৃশ্য।
শুভ আনুষ্ঠানিকভাবে না জানালেও মনে করা হচ্ছে এটি ‘নীলচক্র’ সিনেমার টিজার। দিন কয়েক আগে সিনেমাটির পরিচালক মিঠু খান গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাবে। ছবিতে আরেফিন শুভর সাথে আছেন মন্দিরা চক্রবর্তী।