৮ জানুয়ারি জন্মদিন উপলক্ষ্যে প্রকাশ্যে এসেছে ‘কেজিএফ’ যশের ‘টক্সিক’ সিনেমার টিজার। মুহুর্তেই নিজেই ক্যামব্যাক দিয়ে চমকে দিয়েছেন যশ।
‘টক্সিক’ টিজারে রীতিমত দুর্ধর্ষ লুকেই উপস্থিত হয়েছেন যশ। সেখানে দেখা যায়, চকমকে আলোতে এক বার ক্লাবের সামনে বনেদি গাড়ি থেকে নামেন যশ! অন্যদিকে ক্লাবের ভেতরে লাস্যময়ীদের ভিড়! মাস্তি আর নেশায় মগ্ন সকলে! তারমধ্যেই চুরট ফুঁকতে ফুঁকতে এন্ট্রি নেন যশ। লাস্যময়ীদের সাথে নিজেও মাস্তিতে মেতে উঠেন!
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই টিজার। নেটিজেনদের ভাষ্য কেজিএফ স্টারকে যথাযথ ‘টক্সিক’ পর্দায় নিয়ে আসতে যাচ্ছেন নির্মাতা গীতু মোহনদাস। সিনেমাটির সহ-প্রযোজক হিসেবে থাকছেন অভিনেতা যশ নিজেই। তবে অভিনেতার বিপরীতে কোন নায়িকাকে দেখা যাবে, তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। কারণ শুরুতে কারিনা কাপুর খানের ‘টক্সিক’ দিয়ে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেকের কথা থাকলেও ডেট মিলাতে না পারায় পিছিয়ে গিয়েছেন তিনি।
যদিও টিজারে অভিনেতা যশের বিপরীতে কেউ নজরে আসেনি, কিন্তু শোনা যাচ্ছে কিয়ারা আদভানি বা দক্ষিণী নয়নতারার দেখা মিলতে পারে সিনেমায়।
উল্লেখ্য, অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘টক্সিক’ সিনেমা নির্মাণের ঘোষণা আসে ২০২৩ সালে। সব কিছু ঠিক থাকলে ড্রাগ মাফিয়াদের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটি চলতি বছরের এপ্রিলেই প্রেক্ষাগৃহে দেখতে পাবে দর্শক।