কৃতি শ্যানন, কারিনা কাপুর ও টাবু- নিজ নিজ সময়ের বলিউডের নামকরা অভিনয় শিল্পীতো বটেই- গ্ল্যামারেও তারা একেবারে টিপটপ।
তিনজনেরই ঝুলিতে আছে জাতীয় পুরস্কারসহ বিভিন্ন সম্মানি। নিজেদের তারা প্রমাণ করেছেন বারবার। এবার তারা এলেন একসাথে ’ক্রু ’ সিনেমায়। টিজার প্রকাশ পেতেই নেট দুনিয়া নড়েচেড়ে বসেছে। সবাই বুঝতে পারছেন এই গল্প বিমানবালাদের নিয়ে। আর এতে হাসিঠাট্টার পাশাপাশি আছে রহস্যও।
এমনিতেও বলিউডের আকাশ পথের সিনেমা মানেই রহস্যের ফুলঝুড়ি, কিন্তু তিন বলিষ্ঠ নায়িকা থাকলে তাতে জীবনমুখী ছাপ থাকবেনা- তা তো হয় না।
সব মিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে ’ক্রু’।
সিনেমাটি পরিচালনা করেছেন রাজেশ কৃষ্ণণ। ছবির প্রযোজনার দায়িত্বে আছেন দুই নারী- একতা কাপুর ও রিয়া কাপুর। এর আগেও তারা জুটি বেঁধেছিলেন। ‘ভিরে দ্য ওয়েডিং’ ছবির প্রযোজনা করেছিলেন একতা ও রিয়া। ’ক্রু’ হতে যাচ্ছে একসঙ্গে তাদের দ্বিতীয় কাজ।