Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

টাইগার মিডিয়ার ইউটিউবে সাজগোজ নিবেদিত শর্টফিল্ম ফেস্ট

শর্ট ফিল্ম গুলোর পোস্টার । ছবি: সংগৃহীত

বরাবরের মত এবারের ভ্যালেন্টাইন ডে উপলক্ষে টাইগার মিডিয়া ব্যতিক্রম আয়োজন করেছে দর্শকদের জন্য। এবার তারা আয়োজন করেছে ‘সাজগোজ নিবেদিত শর্টফিল্ম ফেস্টিভ্যাল’। এতে থাকছে ব্যতিক্রমধর্মী পাঁচটি গল্পের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। স্বল্পদৈর্ঘ্যগুলো হচ্ছে─ ‘ডাকনাম’, ‘দিয়া’, ‘নিষিদ্ধ’, ‘খুশবু’, ‘প্রথম প্রেমের বানান ভুল’। এগুলো পর্যায়ক্রমে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে।

আলোক হাসান তানহা তাসনিয়া, আবদুল্লাহ আল সেন্টু, বাঁধন খান, শিখা মৌ, ফাতেমা হিরাকে নিয়ে নির্মাণ করেছেন ‘দিয়া’। এটি রচনা করেছেন এইচডি সিফাত হোসেন। এর ক্যামেরায় ছিলেন মহী শান্ত।

রুবেল আনুশের এর কাহিনি ও পরিচালনায় নির্মিত হয়েছে ‘খুশবু’। সংলাপ লিখেছেন রিজবি আলামিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্বাসশত দত্ত, আইশা খান, সাবিহা রিংকু, সালমান সানি। ক্যামেরায় ছিলেন রফিক মোহাম্মদ।

পার্থ শেখ, নওবা হোসাইন, সপ্না, মনা, হাসিবকে রুবেল আনুশ বানিয়েছেন ‘প্রথম প্রেমে বানান ভুল’। এটির গল্পও তার। সংলাপ রিজবি আলামিনের। ক্যামেরায় ছিলেন রফিক মোহাম্মদ। সংগীত পরিচালনায় জাহিদ আনন।

আরজে ভিকির রচনায় ‘নিষিদ্ধ’ নির্মাণ করেছেন আলোক হাসান। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন মীর রাব্বী ও পূর্বা। ক্যামেরায় ছিলেন মহী শান্ত।

‘ডাকনাম’ এর কাহিনি লিখেছেন ও পরিচালনা করেছেন মুনতাসির আকিব। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুন মীম, সুমন রহমান, আরিফ হক, জামসেদ আলি। ক্যামেরায় ছিলেন শাহরিয়ার চয়ন। সংগীত পরিচালনা করেছেন আমির মোস্তফা খান।

শর্টফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে সাজগোজের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ফারহানা প্রীতি বলেন, আমরা সবসময় চেষ্টা করি ভালো কাজকে প্রমোট করতে। সে চেষ্টার অংশ হিসেবে ভালোবাসা দিবসের স্বল্পদৈর্ঘ্যগুলোর সঙ্গে যুক্ত হওয়া। আর আমরা সব সময় চেষ্টা করি বাংলা ভাষায় তৈরি মৌলিক কনটেন্টকে, ভালো কাজকে প্রমোট করতে। আশা করছি দর্শকরা কাজগুলো পছন্দ করবেন।

টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি বলেন, আমরা প্রতি বছর ভালোবাসা দিবসে নানারকম কাজ দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করি। দর্শকরা সেগুলো পছন্দও করেছেন। আশা করছি আমাদের এবারের কাজগুলোও দর্শকরা অনেক পছন্দ করবে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাত্র কয়েক বসন্তের বাসিন্দা যে ’আগুন’ কবি: সঞ্জীব চৌধুরী

তাকে কত কিছু দিয়েই পরিচয় করিয়ে দেওয়া যেতে পারে। সঙ্গীত শিল্পী, দলছুট ব্যান্ডের প্রাণ, কবি বা লেখক। সব পরিচয়…

বাংলাদেশে অনিশ্চিত ‘পুষ্পা ২’ মুক্তি !

আগামী ৫ ডিসেম্বর একসাথে বাংলাদেশেও ‘পুষ্পা ২: দ্য রুল’ মুক্তির কথা থাকলেও এবার জানা গেল যে একই দিনে দেশে মুক্তি…

মৌসুমী মৌকে সিনেমার প্রস্তাব দিলেন শাকিব খান?

বিষযটা ঠিক প্রস্তাব না হলেও, ফেলে দেওয়া যায় না আবার। মেগাস্টার শাকিব খান বলে কথা। একেবারে ভরা মজলিসে…

সাত মাস পর ক্যানসারের কাছে হার মানলেন অভিনেতা পল টিল

মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ওয়ান ট্রি হিল’ খ্যাত অভিনেতা পল টিল আর নেই। গেল ১৫ নভেম্বর…
0
Share