বলিউডের তারকাদের সাথে একই আয়োজনে অংশগ্রহণ করেছেন ঢালিউডের অভিনেতা আরিফিন শুভ।
৪৮তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে বলিউডের অভিনয়শিল্পী অনিল কাপুর, ভূমি পেডনেকার ও শেহনাজ গিল অভিনীত সিনেমা ‘থ্যাক ইউ ফর কামিং’। এই আয়োজনেই উপস্থিত হয়েছিলেন শুভ। সিনেমাটির কলাকুশলীদের পাশাপাশি এখানে বিভিন্ন দেশ থেকে তারকাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। বাংলাদেশের তারকা হিসেবে শুভ পেয়েছিলেন সেই আমন্ত্রণ।
উৎসবে অংশ নেওয়ার ব্যাপারে শুভ জানান, “উৎসব কর্তৃপক্ষ আমাকে এই আয়োজনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। বিভিন্ন দেশের তারকাদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে ভাল লেগেছে।”
এই অভিনেতার পাশাপাশি তার ভক্ত ও অনুরাগীরাও আনন্দিত নিজের পছন্দের তারকাকে এমন আয়োজনে অংশগ্রহণ করতে দেখে।
প্রসঙ্গত, ৬ অক্টোবর মুক্তি পাবে পরিচালক করণ বুলানির সিনেমা ‘থ্যাক ইউ ফর কামিং’। রিয়া কাপুর এবং একতা কাপুর প্রযোজনা করেছেন এই সিনেমার। এখানে অতিথি চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর।