ক্যারিয়ারের প্রথম সিনেমাতেই বাজিমাৎ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার প্রথম সিনেমা ‘সাবা’ দেশে মুক্তির আগেই প্রদর্শিত হচ্ছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (টিআইএফএফ) ডিসকভারি প্রোগ্রামে।
আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ১০ দিন ব্যাপী (টিআইএফএফ)-এর ৪৯তম আসরে ডিসকভারি প্রোগ্রামে ‘সাবা’ ছাড়াও জায়গা পেয়েছে ২৩টি সিনেমা। এই সুখবরটি জানিয়েছে গণমাধ্যমকে অভিনেত্রী জনানিয়েছেন, ‘আমার প্রথম ছবি এটি। খুব ইচ্ছা ছিল বাংলাদেশে যখন মুক্তি পাবে, তখন আপনজন, সহশিল্পীরা মিলে একসঙ্গে প্রেক্ষাগৃহে বসে ছবিটি দেখব। কিন্তু তার আগে ছবিটি আন্তর্জাতিক অঙ্গনে মুক্তির সুযোগ পেয়ে গেল। পৃথিবীর বিভিন্ন দেশের ছবির সঙ্গে প্রতিযোগিতা করে টরন্টোর মতো বড় উৎসবে মনোনীত হয়েছে, এটি আমার কল্পনার বাইরে ছিল। তবে যা হয়, ভালোর জন্য হয়। এটি আমাদের পুরো টিমের জন্য বড় পাওয়া।’
অসংখ্য হিট নাটক আর ওয়েব ফিল্মে অভিনয় করার পর এবার মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। এই সিনেমা দিয়েই প্রথমবারের মত রুপালি পর্দায় ধরা দিচ্ছেন মেহজাবীন। ‘সাবা’ সিনেমায় আরও রয়েছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ারের মতো তারকা।
উল্লেখ্য, কান চলচ্চিত্র উৎসবের পর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ উৎসব হিসেবে মনে করা হয় টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে। তাই এই উৎসবে ‘সাবা’ বাংলাদেশকে নতুন মর্যাদা দিবে বলে মেহজাবীন ভক্তদের বিশ্বাস।