১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর একদিন আগে টিক্কা খানের লুক প্রকাশ্যে আনলেন জায়েদ খান।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটিতে অভিনয়ের পর সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাওয়ার আগে ছবি সম্পর্কে গণমাধ্যমে কিছু প্রকাশে নিষেধাজ্ঞা থাকায় নিজের চরিত্র টিক্কা খান নিয়ে গণমাধ্যমে কিছু বলতে পারেননি জায়েদ।
৩১ জুলাই আনকাট সেন্সর পাওয়ার পরে সেই বাধাও থাকল না অভিনেতার জন্য।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ‘বাংলার কসাই’ এবং ১৯৭৩ সালে বেলুচিস্তানের বিদ্রোহ দমনের সময় ‘বেলুচিস্তানের কসাই’ হিসেবে কুখ্যাতি পাওয়া চরিত্রটিকে বড় পর্দায় ফুটিয়ে তুলতে বেশ বেগ পেতে হয়েছে বলে মনে করেন জায়েদ খান।
তবে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ইস্টার্ন কমান্ডের অধিনায়ক হিসবে দায়িত্বপ্রাপ্ত টিক্কা খানের চরিত্রে অভিনয় করতে যেয়ে ইতিহাসের অংশ হতে পারায় বরাবরই উচ্ছ্বসিত ঢাকাই সিনেমার আলোচিত এ নায়ক।
এই ছবিতে বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়াও অন্যান্য চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, রিয়াজ, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, তৌকীর আহমেদ, মিশা সওদাগরের মত তারকাদের বড় পর্দায় দেখতে পাবেন দর্শক।