হলিউডের দর্শকপ্রিয় অভিনেতা টম ক্রুজ নতুন সিনেমার মাধ্যমে ফিরছেন নতুন মিশন নিয়ে। এবার মুক্তি পেতে যাচ্ছে ‘মিশন: ইম্পসিবল’ সিরিজের সিনেমা ‘মিশন: ইম্পসিবল-ফাইনাল রেকনিং’।
সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির প্রথম ট্রেলার। যা প্রকাশ করেই আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন টম ক্রুজ। পাশাপাশি ছবিটি নিয়ে দর্শকদের উত্তেজনাও বৃদ্ধি পেয়েছে।
ইথান হান্ট চরিত্রে টম ক্রুজের অভিনয় সবসময় দর্শকদের মনে একটি বিশেষ স্থান দখল করে আছে। ‘মিশন: ইম্পসিবল’ সিরিজের প্রতিটি নতুন মিশনে নতুন কোনো চমক থাকেই। প্রতিটি মিশনেই দ্যুতি ছড়িয়ে যান টম ক্রুজ। এই সিনেমার ট্রেলারেও অভিনেতার কারিশমা স্পষ্ট।
২০২৩ সালের মুক্তি পেয়েছিল ‘মিশন: ইম্পসিবল-ডেড রেকনিং পার্ট ওয়ান’, যেখানে টম ক্রুজ তার সুপরিচিত স্টান্ট ও অ্যাকশন দিয়ে দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছিলেন।
তবে অনেকেই ধারণা করছেন যে ‘ফাইনাল রেকনিং’ সিনেমার মাধ্যমে খুব সম্ভবত শেষ হয়ে যাবে এই ফ্র্যাঞ্চাইজি। এ ধরনের ধারণার পেছনে রয়েছে কারণও। প্রথমত, ‘মিশন: ইম্পসিবল’ সিরিজটি আগের মত আর দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে পারছে না, যা নির্মাতাদের জন্য এক চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে ‘ডেড রেকনিং পার্ট ওয়ান’ সিনেমাটি নির্মাণ করা হয়েছিল ২০ কোটি ডলারে। আর বিশ্বব্যাপী এটি আয় করেছিল ৫০ কোটি ডলার। ফলে ব্যবসায়িক দিক থেকে নির্মাতাদের জন্য এই আয় ছিল হতাশাজনক।
এজন্যই অনেকে মনে করছেন, ‘ফাইনাল রেকনিং’ নামটি সিরিজের শেষ ছবিরই ইঙ্গিত দিচ্ছে। তবে সময়ই বলে দিবে, টম ক্রুজের মিশনের কি এখানেই সমাপ্তি? নাকি এ ফ্র্যাঞ্চাইজির ভক্তরা টমের সাথে সামনে উপভোগ করতে পারবেন আরও নতুন নতুন মিশন!