‘দশম অবতার’ সিনেমায় মুগ্ধ গোটা পশ্চিমবঙ্গ। সৃজিত মুখার্জি পরিচালিত সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহে আয় করেছে ছয় কোটি রুপিরও বেশি। আর এই ছবির অন্যতম অভিনেত্রী হিসেবে জয়া আহসান আরেকবার নিজেকে প্রমাণ করলেন। স্থানীয় গণমাধ্যমে তার অভিনয়ের প্রশংসা করছে সিনেমা প্রেমী দর্শকরা।
১৯ অক্টোবর মুক্তির পর এখনও বক্স অফিসের শীর্ষে আছে ‘দশম অবতার’। এরই মধ্যে চলতি বছরের জুনে মুক্তি পাওয়া জয়া অভিনীত আরেকটি সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ রয়েছে প্রশংসার তালিকায়। ভারতের সবচেয়ে মর্যাদাপূর্ণ উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়ার (ইফি) প্যানোরমা বিভাগে প্রদর্শিত হবে সিনেমাটি।
একই বছর দুটি সফল সিনেমার অংশ হওয়াটা দারুণ আনন্দের বলে জানিয়েছেন জয়া। তিনি আরও বলেন , “আসলে কাজ করবার জায়গাটি আসল। সিনেমা দেখে লোকে ভালো বলছে। সাথে একটি বোনাস বিষয়, যদি সিনেমাটি ভালো ব্যবসা করে। প্রযোজক থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবার লাভ। তাই ভালো লাগছে।”