Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫

জেনে নিন তাহসানের প্রিয় উপস্থাপকদের 

বঙ্গ-এর ফ্র্যাঞ্চাইজিতে এনটিভিতে চলছে ‘ফ্যামিলি ফিউড’ শো। এনটিভিতে প্রচারের পর এটি বঙ্গ অ্যাপেও দেখা যাচ্ছে। পারিবারিক বিনোদনমূলক এ শোর উপস্থাপনা করছেন তাহসান। গত মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠানটির প্রচার শুরু হয়েছে। প্রথম মৌসুমে ২৪ পর্ব ধারণ করা হয়েছে। এ অনুষ্ঠানে ভিন্ন রকম এক তাহসানকে পেয়ে বেশ আনন্দ পেয়েছেন অংশগ্রহণকারীরা।

এই শো প্রসঙ্গে তাহসান বললেন, ‘এই শো বিশ্বের বিভিন্ন দেশে বেশ জনপ্রিয়। অনেক আগে থেকে আমিও দেখেছি। যারাই এই অনুষ্ঠান দেখেছেন, তারা ধরনটা জানেন। যারা নতুন দেখছেন, তাদের জন্য অন্য রকম মজা। স্টিভ হার্ভেকে দেখছি অনেক বছর। শো করতে গিয়ে আমার মধ্যে রোমাঞ্চকর ব্যাপারটা কাজ করছে। তবে প্রত্যেক উপস্থাপকের নিজস্ব একটা স্টাইল থাকে। আমি এ অনুষ্ঠানে তার সেই স্টাইল অনুসরণ না করে আমার দেশের কথা ভেবে, নিজের ব্যক্তিত্বের কথা মাথায় রেখে শো’টা করছি। মানুষও উপভোগ করছে। আমাদের দেশে পারিবারিক শো’র অভাব ছিল। এই অনুষ্ঠান সে অভাব অনেকটা ঘুচিয়েছে’।

শেষ কবে উপস্থাপনা করেছেন জিজ্ঞেস করতেই তাহসান বলেন ঠিক মনে নেই তবে ‘১২ কি ১৫ বছর তো হবেই।

উপস্থাপনায় দীর্ঘদিন পর আসা প্রসঙ্গে তাহসান বললেন, ‘আমি চেয়েছি ভিন্নভাবে আসতে। আমার বন্ধুবান্ধব আর পরিবারের সবার সঙ্গে যেভাবে আড্ডা দিই, এখানেও সে রকম থাকার চেষ্টা ছিল। জোর করে আমাকে কিছু করতে হয়নি। গুরুগম্ভীর কিছু চাইনি।’

গান, অভিনয়ের পর এখন টেলিভিশন শোর উপস্থাপক হিসেবে তাহসান। তাহসানের মতে, এখন উপস্থাপনার ধরনও পাল্টে গেছে। একটা সময় যারা টেলিভিশনে উপস্থাপনা করতেন, তারাই ছিলেন উপস্থাপক। এখন পডকাস্টের যুগ। উপস্থাপনার জায়গাটাও তাই অনেক বিস্তৃত।

তাহসান জানালেন, তিনি দীর্ঘ সময় ধরে জন স্টুয়ার্ট, স্টিভেন কোলবার্ট ও ট্রেভর নোয়ার উপস্থাপনা দেখেছেন।

এদের নিয়ে তিনি বলেন, ‘এই তিনজনের উপস্থাপনা বেশি দেখেছি। এত সুন্দর করে জাতীয় ও জনপ্রিয় সব ইস্যু নিয়ে কথা বলেন, মনে হয় এন্টারটেইনমেন্টের সঙ্গে অনেক শিক্ষণীয়ও। আমাদের দেশে আমরা যেটা পারি না, শিক্ষণীয় হলে বেশি শিক্ষণীয় হয়ে যায়। আর এন্টারটেইনিং হলে বেশি এন্টারটেইনিং হয়ে যায়। যাঁরা সমাজ বদলাতে চান, তাঁরা এত বেশি উপদেশমূলক কথা বলে ফেলি যে মানুষের কাছে তা সেভাবে পৌঁছায় না। মানুষ আসলে উপদেশ শুনতে পছন্দ করে না। কারও আবার রসবোধ এত বেশি যে শিক্ষণীয় কিছুও থাকে না। মাঝামাঝি একটা জায়গায় থাকার ব্যাপারটা অবশ্য আমি এই তিনজনের কাছ থেকে শিখেছি।’

দেশের মধ্যে তিনজন উপস্থাপক তাহসানের প্রিয়। তার মতে, হানিফ সংকেতই বাংলাদেশে ৩৫ বছর ধরে এন্টারটেইনমেন্ট ও শিক্ষণীয় বিষয়কে সুন্দরভাবে সমন্বয় করেছেন। ছোটবেলায় ফজলে লোহানীর উপস্থাপনা দারুণ লাগত। এরপর আব্দুন নূর তুষারও তাহসানের খুব পছন্দের বলে গণমাধ্যমকে জানান তিনি।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাতৃভাষার চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাতৃভাষার চলচ্চিত্র উৎসব ২০২৫। আগামী…

জুলাই অভ্যুত্থানের চেতনায় ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্ট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জুলাই অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে ২২ ফেব্রুয়ারি আয়োজন করা হয়েছে…

কনসার্টে অরিজিতের বাবার কল, তারপর..

ভারতীয় উপমহাদেশের মানুষের কাছে অরিজিত সিং অন্যরকম এক মুগ্ধতার নাম। গানে যেমন মুগ্ধ করে রেখেছেন তেমনি মানুষকে…
0
Share