Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানের ৬৩টি গান নিয়ে সংকলন গ্রন্থ  

২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে যেসব গান আন্দোলনকারীদের প্রেরণা ও সাহস জুগিয়েছে সেসকল গানের মধ্য থেকে ৬৩টি গানের সংকলন নিয়ে বই প্রকাশিত হচ্ছে। আলোকচিত্রী ও অ্যাকটিভিস্ট মনজুর হোসেনের উদ্যোগে সংকলন গ্রন্থটির নাম রাখা হয়েছে ‘জুলাইয়ের গান’। চলতি মাসেই বইটি প্রকাশ করবে গয়রহ প্রকাশনী।

২০২৪ সালের জুলাইয়ে ঢাকার রাস্তায় যখন শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন চালানো হয়, তখন ‘কথা ক’ শিরোনামে গান প্রকাশ করেন র‍্যাপার মোহাম্মদ সেজান। গানটি তরুণদের মুখে মুখে ছড়িয়ে পড়ে, হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক। এ ছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ কপাট’, সায়ানের ‘আমার সূর্য’, শূন্য ব্যান্ডের ‘শোনো মহাজন’সহ অনেক গানই আন্দোলনকারীদের উজ্জীবিত করে। ১৫ জুলাই থেকে আগস্ট পর্যন্ত প্রকাশিত এসব গান থেকে ৬৩টি গান বেছে নেওয়া হয়েছে এই বইয়ে।

‘জুলাইয়ের দেয়ালচিত্র, দেশ সংস্কারের স্লোগান’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মনজুর হোসেন (ডানে) ও অতিথিরা। ছবি: ফেসবুক

মনজুর হোসেন বলেন, ‘ইতিহাসের বাঁকে বাঁকে বিভিন্ন গণ-আন্দোলনে সংগীতের ভূমিকা রয়েছে। উপমহাদেশে তেভাগা আন্দোলনে যেমন হেমাঙ্গ বিশ্বাস, সলিল চৌধুরীসহ অনেকের গান কৃষকদের উজ্জীবিত করেছে, তেমনি বঙ্গভঙ্গ, স্বদেশি ও ব্রিটিশবিরোধী আন্দোলনের সময়েও অনেকের গান প্রতিবাদী জনতাকে শক্তি ও সাহস জুগিয়েছে, অনুপ্রাণিত করেছে। মুক্তিযুদ্ধের সময়ও অনেক প্রতিবাদী গান মুক্তিযোদ্ধাদের অসীম সাহস নিয়ে সম্মুখ সমরে প্রতিরোধ গড়ে তুলতে ভূমিকা রেখেছে। চব্বিশের গণ-অভ্যুত্থানেও গানের ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। স্বৈরাচারী শাসক যখন আন্দোলন দমাতে মরিয়া হয়ে ওঠে, তখন প্রতিরোধের আগুনে জ্বলে ওঠা ছাত্র-জনতাকে তরুণদের র‍্যাপ গান ভীষণভাবে আলোড়িত করে। আন্দোলনের সেসব গান এক মলাটে রাখার চিন্তা থেকেই এই বইয়ের উদ্যোগ।’

মনজুর হোসেন এর আগে জুলাই আন্দোলনের দেয়ালচিত্র নিয়ে একটি বই প্রকাশ করেন। সেই বই প্রকাশ উপলক্ষে তিনি ঢাকা শহরের দেয়ালজুড়ে ছড়িয়ে থাকা গ্রাফিতি থেকে সাড়ে ১০ হাজারের বেশি গ্রাফিতি ফ্রেমবন্দী করেন। সেখান থেকে বাছাই করা ৪৫০টির বেশি দেয়ালচিত্র তুলে আনেন ‘জুলাইয়ের দেয়ালচিত্র, দেশ সংস্কারের স্লোগান’ নামের বইয়ে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জনগণ চাইলে নির্বাচন করবেন কন্ঠশিল্পী মনির খান

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান অসংখ্য হিট অ্যালবাম উপহার দিয়েছেন শ্রোতাদের। গেয়েছেন চলচ্চিত্রেও। অবদানের…
0
Share