Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫

জুলাই আন্দোলন নিয়ে সিনেমা বানাবেন যারা

আট নির্মাতার সাথে নির্মাতা ও উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী | ছবি: ফেসবুক

সংস্কৃতি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর কর্মসূচির মধ্যে অন্যতম প্রোগ্রাম ‘রিমেম্বারিং মুনসুন রেভুলুশন’। যেখানে জুলাই-আগস্ট আন্দোলন নির্মিত হবে আটটি মাঝারি দৈর্ঘ্যের সিনেমা। তবে কারা নিচ্ছেন এই গুরু দায়িত্ব?

গেল নভেম্বরে সংস্কৃতি মন্ত্রণালয় গঠিত সার্চ কমিটির দায়িত্বে পান — লেখক ও শিক্ষক সুমন রহমান, পরিচালক-প্রযোজক তানিম নুর, এবং আদনান আল রাজীব। এবং তারা খুঁজে বের করেছেন এমন আট গুণী নির্মাতাকে যারা জুলাই আন্দোলন নিয়ে সিনেমা নির্মানের জন্য উপযুক্ত। ৭ জানুয়ারি অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা জানিয়েছেন, ‘জুলাই-আগস্ট আন্দোলন নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আটটি মাঝারি দৈর্ঘ্যের সিনেমা নির্মাণের জন্য বেছে নেয়া হয়েছে অনম বিশ্বাস, হুমায়রা বিলকিস, নুহাশ হুমায়ূন, শঙ্খ দাশগুপ্ত, শাহীন দিল রিয়াজ, রবিউল আলম রবি, তাসমিয়াহ আফরিন মৌ এবং মোহাম্মদ তাওকীর ইসলামকে।’

সংবাদ সম্মেলনে মোস্তফা সরয়ার ফারুকী |ছবি: ফেসবুক

আট নির্মাতার নাম ঘোষণা করে নির্মাতা ও উপদেষ্টা ফারুকী বলেন, ‘এই আটজন চলচ্চিত্রকার নির্বাচনের জন্য আমাদের সার্চ কমিটি গত দুই মাসে তিনটি অফলাইন এবং একাধিক অনলাইন সভায় মিলিত হয়। কমিটির সদস্যরা বিভিন্ন বিষয় মাথায় রেখে প্রশিক্ষক-চলচ্চিত্রকারদের নাম প্রস্তাব করেন। সেসব প্রস্তাবনা থেকে এবং ১৬ জনের একটা লং লিস্ট বা লম্বা তালিকা বানানো হয়। তাদের সাথে কমিটি প্রাথমিক আলাপ সম্পন্ন করেন। সেই যোগাযোগ সাপেক্ষে আমাদের লম্বা তালিকায় থাকা চলচ্চিত্রকারদের প্রত্যাশা, আগ্রহ, জেন্ডার, কাজের ধরন এবং সার্বিক পোর্টফোলিও ইত্যাদি বিবেচনায় আটজনের চূড়ান্ত তালিকা করা হয়। আজকে সার্চ কমিটি আপনাদের সামনে আমাদের নির্বাচিত সেই আটজন চলচ্চিত্রকারের নাম প্রকাশ করতে যাচ্ছে, যারা এ বছর সংস্কৃতি মন্ত্রণালয়ের এই চ্যালেঞ্জিং কিন্তু জনগুরুত্বপূর্ণ এবং সৃজনশীল উদ্যোগের সঙ্গে থাকতে সম্মত হয়েছেন।’

মোস্তফা সরয়ার ফারুকী আরও যোগ করেন, ‘আমরা স্পষ্ট করে এই আট নির্মাতাকে বলছি, সরকার তাদের কোনো প্রেস্ক্রিপশন দিচ্ছে না। আমরা চাইও না তারা কোনো প্রপাগান্ডা ছবি বানাক। আমরা চাই তারা এমন ছবি বানাক, যেটা এনগেজিং এবং পিস অব আর্ট হবে! এবং ছবিটি নিয়ে ওই ফিল্মমেকার নিজেরাই প্রাউড ফিল করবে!’

উল্লেখ্য, সিনেমা নির্মাণের আগে এই আট নির্মাতার কাজ হবে ৮ বিভাগ জুড়ে প্রোডাকশন ওরিয়েন্টেড ফিল্মমেকিং ওয়ার্কশপ করা। যে ওয়ার্কশপগুলোর লক্ষ্য দুইটি —

 ১. প্রতি বিভাগে দশ জন করে প্রতিশ্রুতিশীল ফিল্মমেকারকে হাতে কলমে কাজ শেখানো। এই ওয়ার্কশপ পরিচালনা করবেন আটজন ফিল্মমেকার।

২. এই আট ফিল্মমেকার একই সাথে একটা করে ৪০ মিনিট দৈর্ঘের ছবি বানাবেন যে ছবিগুলো জুলাই মাসে ‘রিমেম্বারিং মুনসুন রেভুলেশন’ ফেস্টিভ্যাল উপলক্ষ্যে দেখানো হবে।

 পরবর্তীতে টেলিভিশন এবং অনলাইনেও দেখানো হবে এগুলো। এই ছবিগুলোতে সহকারী পরিচালক হিসাবে হাতেকলমে কাজ শেখার সুযোগ পাবেন ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা। আর আট বিভাগ থেকে যারা এই চলচ্চিত্র প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করতে চান, তাদের জন্য একটি আবেদন ফর্ম তৈরী করা হয়েছে। সেখান থেকে উপযুক্ত অংশগ্রহণকারীদের বাছাই করা হবে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পরিবার নিয়ে নিলয়ের ওমরাহ যাত্রা  

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছেন টেলিভিশন ও ইউটিউবের দর্শকপ্রিয় অভিনেতা ও প্রযোজক নিলয় আলমগীর।…

 টিজারে চমকে দিলেন যশ

৮ জানুয়ারি জন্মদিন উপলক্ষ্যে প্রকাশ্যে এসেছে ‘কেজিএফ’ যশের ‘টক্সিক’ সিনেমার টিজার। মুহুর্তেই নিজেই ক্যামব্যাক…
0
Share