বলিউড ও টলিউডের একাধিক তারকার নাম যুক্ত হওয়ার পর এবার ঢাকাই সিনেমার তারকাদেরও নাম যুক্ত হলো জুয়ার অ্যাপে সাথে। তাও আবার ঢালিউডের তিন জনপ্রিয় নায়িকা জয়া আহসান, নুসরাত ফারিয়া ও অপু বিশ্বাসের নাম!
মূলত জয়া, ফারিয়া ও অপু দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সাইটের বিজ্ঞাপনে কাজ করেছেন ও শুভেচ্ছাদূত হয়েছেন। জানা গেছে, একটি বেটিং সাইটের নাম উইনবাজি। এই সাইটের বিজ্ঞাপনে কাজ করেছেন জয়া ও ফারিয়া। আর অপু শুভেচ্ছাদূত হয়েছেন বাবু ৮৮ নামের একটি বেটিং অ্যাপের।
২০২৩ সালের অক্টোবর-নভেম্বর মাসে প্রচারে আসে উইনবাজি সাইটের বিজ্ঞাপনগুলো। তখন চলছিল ক্রিকেট বিশ্বকাপ। বিষয়টি নিয়ে ফারিয়া জানান, “উইনবাজির জন্য আমি যে বিজ্ঞাপনটি করেছি, তা শুধু ইন্ডিয়ার মধ্যেই প্রচার হয়েছে। দেশে প্রচার হয়নি।”
তবে দেশে প্রচারিত না হলেও ভারতেও সাইটটি বৈধ কিনা জানতে চাওয়া হলে সদুত্তর দিতে পারেননি ফারিয়া। সাইট নিয়ে পুরোপুরি না জেনেই তিনি এর সাথে যুক্ত হয়েছেন বলে বোঝা গেছে। ভারতে যে এমন বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে, এই ব্যাপারে ফারিয়া বলেন, “আমাদের দেশে এ ধরনের বেটিং সাইটের বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে ভারতে নিষেধাজ্ঞা রয়েছে বলে জানা নেই।”
এদিকে ২০২৪ সালের শুরুতে অপুর একটি ভিভিও শুভেচ্ছা বার্তা পোস্ট করা হয়েছে বাবু ৮৮ নামের বেটিং সাইটটি থেকে। তবে ভিডিও বার্তাটি ভুয়া বলে জানিয়েছেন অভিনেত্রী। অপুর ভাষ্যমতে, “আমি খুবই বিব্রত বোধ করছি। ওই ভিডিওটি ভুয়া। আমাকে কোথাও সেটি পোস্ট করতে দেখেছেন?”
যদিও সেই ভিডিওটিতে অপুর কণ্ঠে বা লিপ রিডিংয়ে অসামঞ্জস্যতা বা পরিবর্তন লক্ষণীয় ছিল না। এমনকি শুভেচ্ছাদূত হিসেবে বেশ সাবলীলভাবে বক্তব্য দিতে দেখা গেছে অভিনেত্রীকে।
জুয়ার অ্যাপের বিজ্ঞাপন নিয়ে জয়া আহসান থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য যে, এর আগে একটি বেটিং সাইটের সঙ্গে ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পৃক্ততার বিষয় সামনে এসেছিল। ফলশ্রুতিতে, সরগরম হয়ে উঠেছিল বাংলাদেশের ক্রিকেটাঙ্গন।