১৫ জুলাই ২০২৪। রণাঙ্গণ থেকে বেতার, মঞ্চ, টেলিভিশন থেকে চলচ্চিত্রে যিনি সমাদৃত সেই বরেণ্য অভিনেতা ও মুক্তিযোদ্ধা রাইসুল ইসলাম আসাদের ৭১তম জন্মদিন আজ।
১৯৫২ সালের ১৫ জুলাই ঢাকার পুরানা পল্টনে জন্মগ্রহণ করেন তিনি। তার পুরো নাম আসাদুজ্জামান মোহাম্মাদ রাইসুল ইসলাম। তার বেড়ে ওঠা ঢাকাতেই। খুব অল্প বয়সেই তিনি যোগ দেন থিয়েটারে। ১৯৭২ সালে কোন বিরতি ছাড়া ‘আমি রাজা হব না’ এবং ‘সর্পবিষয়ক গল্প’ শিরোনামের দুটি মঞ্চ নাটকে অভিনয় করে তাক লাগিয়ে দেন সকলকে। ‘এবার তোরা মানুষ হ’ দিয়ে সিনেমায় অভিষেক হয় অভিনেতা আসাদের। এরপরে একে একে অভিনয় করেছেন ‘দুখাই’, ‘ঘুড্ডি’, ‘লালসালু’, ‘লালন’, ‘ঘানি’, ‘আধিয়ার’, ‘কীত্তনখোলা’, ‘নদীর নাম মধুমতী’, ‘মনের মানুষ’, ‘নয়নের আলো’, ‘আমার বন্ধু রাশেদ’-এর মত আলোচিত বহুসংখ্যক সিনেমাতে।
‘পদ্মা নদীর মাঝি’ সিনেমার কুবের মাঝি হিসেবে অধিক পরিচিতি পান রাইসুল ইসলাম আসাদ।
ক্যারিয়ারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে একুশে পদক ও আজীবন সম্মাননাও পেয়েছেন তিনি।