২০২৩ সালে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার নেট ওয়ার্থ ছাড়িয়েছে জাস্টিন বিবারের!
বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যমতে,২০২৩ সালেই নিজের ২৯১ টি গানের মিউজিক সম্বলিত সম্পূর্ণ ক্যাটালগ প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি করে দেন এই সঙ্গীত তারকা।
বিশ্বের সবচেয়ে বিত্তবান সঙ্গীত তারকাদের কাতারে ইতিমধ্যেই নিজের নাম লিখিয়েছেন বিবার। পারিশ্রমিকের দিক দিয়ে ২০১৩ সালেই বিশ্বের সপ্তম ধনী সঙ্গীত শিল্পী হিসেবে ফোর্বসে জায়গা করে নিয়েছিলেন তিনি। সেই বছর তারকার আয় ছিল প্রায় ৫৮ মিলিয়ন মার্কিন ডলার যা ২০১৪ সালে বৃদ্ধি পেয়ে ৮৩.৫ মিলিয়ন মাক্রিন ডলারে পৌঁছায়।
তবে, ব্র্যান্ড এনডোর্সমেন্ট ও পাবলিক লাইফ থেকে দূরে থাকার জন্য এবারের ফোর্বসের তালিকায় জায়গা পাননি বিবার ।
ফোর্বসের তালিকায় নিজের জায়গা দখল করতে না পারলেও অনুরাগীদের মনে বরাবরই নিজের জায়গা তৈরি করে আছেন মার্কিন এ সংগীত শিল্পী।