ঈদুল আযহায় মুক্তির পর এক সাথে দেশের ১২৯ টি প্রেক্ষাগৃহে চলছে শাকিব খান অভিনীত ‘তুফান’। নির্মাতা রায়হান রাফি পরিচালিত সিনেমাটি রয়েছে আলোচনার শীর্ষে। এরই মধ্যে প্রতিবেশী দেশ ভারতে ‘তুফান’ মুক্তির তারিখ জানালেন নির্মাতা।
ভারতেও ‘তুফান’ মুক্তির কথা আরও আগেই জানিয়েছিলেন নির্মাতা রাফি। ২২ জুন গণমাধ্যমের সাথে আলাপে নির্মাতা জানালেন, ‘ভারতের দর্শকের তুফান নিয়ে আগ্রহ বাড়ছে। তাই তাদের জন্য আগামী ২৮ জুন সিনেমাটি মুক্তি পাবে কলকাতায়।’
সিনেমাটি নিয়ে রাফি আরও যুক্ত করেন, ‘মানুষের এই ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা ,তুফান ঝড় চলছে চলবে। দর্শকের চাপে ভোর পর্যন্ত শো চালানোর সিদ্ধান্ত নিয়েছেন কিছু হল মালিকরা। বাংলা সিনেমার একটা রেকর্ড হতে যাচ্ছে যা এতো দিন আমরা বাইরের দেশগুলোতে দেখে এসেছি। ধন্যবাদ দর্শক আপনাদের।’
উল্লেখ্য, অ্যাকশন ধাঁচের সিনেমা ‘তুফান’। ছবিটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড; ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ। সিনেমায় শাকিব খানের বিপরীতে ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা ছাড়া আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওনসহ আরও অনেকে।