জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতার পর আনন্দে বাবাকে জড়িয়ে ধরেছিলেন কৃতি স্যানন। ‘মিমি’র জন্য ২০২১ সালের সেরা অভিনেত্রীর পুরস্কার জেতার পর দৌড়ে বাবাকে জড়িয়ে ধরেছিলেন নায়িকা।
২৪ আগস্ট ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের জন্য বিজয়ীদের নাম প্রকাশ করা হয়। সেদিন বিজয়ীদের মধ্যে নিজের নাম দেখতে পেয়ে রীতিমত ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সংবিৎ ফেরার পর দৌড়ে বাবাকে জড়িয়ে ধরেন তিনি। মাকে ফোন করে খবরটি জানানও তিনি। নায়িকার আনন্দ ভাগ করে নিতে তার বোন নূপুরও পরে যোগ দেন।
লক্ষ্মণ উটেকারের পরিচালিত ‘মিমি’ চলচ্চিত্রের জন্য আলিয়া ভাটের সাথে যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কৃতি স্যানন।
নায়িকার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ। তাবু ও কারিনা কাপুর খানের সাথে রাজেশ কৃষ্ণানের একটি সিনেমাতে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন কৃতি । এছাড়াও কাজলের সাথে ‘দো পাত্তি’ সিনেমার মাধ্যমে প্রযোজনায়ও হাত দিয়েছেন নায়িকা।