১৯৭২ সালে প্রজ্ঞাপন জারির পর অবশেষে ২০২৫ সালে ‘জাতীয় কবি’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী।
কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ স্বীকৃতি দেওয়ার বিষয়ে গত ৫ ডিসেম্বর নীতিগত সিদ্ধান্ত নেয় অধ্যাপক ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে এ বিষয়ে উচ্চ আদালতে একটি রিট আবেদন থাকায় সেটি নিষ্পত্তি সাপেক্ষে গেজেট প্রকাশ করা হবে বলে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল। লতিফুল ইসলাম শিবলী গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আদালতের বিষয়টি নিষ্পত্তি করেই গেজেট প্রকাশ হয়েছে। আমি নজরুল ইন্সটিটিউটের দায়িত্ব নেওয়ার পর বিষয়টি নিয়ে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করেছি।’
কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশের নির্দেশনা চেয়ে ২০২২ সালের ২২ জুন আসাদ উদ্দিনসহ সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী রিট আবেদন করেন। নজরুলকে জাতীয় কবির ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে তখন রুল জারি করে হাই কোর্ট।
গেজেট চাওয়ার যুক্তিতে ওই রিট আবেদনের বলা হয়, ‘কাজী নজরুল ইসলামের জাতীয় কবির মর্যাদার বিষয়টি ইতোমধ্যে প্রতিষ্ঠিত; রাষ্ট্রীয় পর্যায়েও স্বীকৃত। এছাড়া বাংলাদেশের মানুষ তাকে জাতীয় কবি ঘোষণার প্রজ্ঞাপন প্রত্যাশা করে।’
কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী গণমাধ্যমকে জানিয়েছেন, ‘এটা ভীষণ আনন্দের সংবাদ; খুব ভালো লাগছে। এই দাবিটি তো আমাদের অনেক দিনের। এটি বাস্তবায়ন হওয়ায় ভালো লাগছে। কাজটি বাস্তবায়নে যারা কাজ করেছেন, সবার প্রতি আমাদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।’