কোনও রেকর্ডই স্থায়ী নয়। রেকর্ড তৈরিই হয় ভাঙ্গার জন্য। বলিউড বাদশা শাহরুখ খান তার ‘পাঠান’ ও ‘জাওয়ান’ দিয়ে ভারতের বক্স অফিসে নতুন রেকর্ড রচনা করেছিলেন। অগ্রিম টিকিট বিক্রিতেও গড়েছিল নজরকারা উদাহরণ। তবে এবার সেই রেকর্ডে ভাগ বসাতে চলেছেন তামিল সুপারস্টার বিজয়।
১৯ অক্টোবর মুক্তি পেলো বহুল অপেক্ষার থালাপতি বিজয় অভিনীত ‘লিও’। কিছুদিন আগেই শুরু হয়েছিল সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি। মুক্তির আগেই সারা ভারতে ১৩ লক্ষ টিকিট বিক্রিও হয়েছে ‘লিও’র। অর্থের পরিমাণ ২৬ কোটি ৩০ লাখ রুপি।
এর মাধ্যমে তেলেগু সিনেমার ইতিহাসে সর্বোচ্চ অগ্রিম টিকিট বিক্রির রেকর্ডটি নিজের করে নেয় ছবিটি। ভারতীয় দর্শকদের মধ্যে ‘লিও’-কে নিয়ে যে বিপুল আগ্রহ দেখা যাচ্ছে তাতে যে মুক্তির পর ভারতের বক্স অফিসে তাণ্ডব চালাবে সিনেমাটি তা আর বলার অপেক্ষা রাখে না। তাণ্ডব শুরুও হয়ে গেছে ইতিমধ্যে।
প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত ‘লিও’ সিনেমায় বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান, সঞ্জয় দত্ত, অর্জুনসহ আরও অনেকে।