সম্প্রতি একটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে ওয়েবফিল্ম ‘ত্রিভুজ’। এতে অন্যান্য শিল্পীদের সাথে অভিনয় করেছেন উপস্থাপক- অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। তবে প্রমোশনে বা পোস্টারে তাকে পাওয়া যায়নি।
এ নিয়ে অভিনেতার আক্ষেপের শেষ নেই। তিনি তার নিজস্ব সামাজিক মাধ্যমে লেখেন, ‘ত্রিভুজ ওয়েব ফিল্মটির প্রতি রইল আমার অনেক অনেক শুভকামনা।’ তবে এরপরেই অভিযোগের সুরে বলেন, ‘এই ফিল্মটিতে বাকি সবার মতো আমিও একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। আমার পরিচালক এবং প্রযোজক ও সহশিল্পীরা আমার অভিনয়ে সন্তুষ্ট হয়েছেন। দীপ্তও সন্তুষ্ট। কিন্তু সিনেমাটির কোনো প্রমোশনে আমার ছবি ব্যবহার করা হয়নি এবং আমাকে ট্রেলারেও ব্যবহার করা হয়নি।’
এ বিষয়ে দীপ্ত প্লে’র কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা এই অভিযোগটিকে অমূলক বলে দাবী করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হওয়ার সময় জয়ের অবস্থান বিপরীতে ছিল বলে তিনি নিজেই এই ছবির প্রমোশনে থাকতে চাননি’।
তিনি জানান, ‘জয় স্পষ্টভাষায় জানান,হিতে বিপরীত হওয়ার আশঙ্কায় তিনি পোস্টারে বা কোন প্রমোশনেই অংশ নিতে চাননি। জয় নিজেই জানান, সমালোচিত ‘আলো আসবেই’ ওয়াটসএপ গ্রুপের তিনিও সদস্য ছিলেন। এরপর জমি চাওয়া নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর কাছে লেখা চিঠিটিও ভাইরাল হয়ে যায়। সব মিলিয়ে তিনি চাননি কাজটির সাথে প্রমোশনে সম্পৃক্ত হতে।’
শাহরিয়ার নাজিম জয়ের আচমকা চ্যানেলটিকে প্রশ্নবিদ্ধ করায় নিজেরাই হতবাক বলে জানান কর্তৃপক্ষ। তারা আরও যোগ করেন, ‘তাদের কাছে সকল শিল্পী সমান। নিতান্তই অভিনেতার নিজস্ব অনিচ্ছার কারণে জয় পোস্টারে নেই।’
এটিকে জয়ের ব্যক্তিগত প্রচারণার অংশ হিসেবে বর্তমানে বিবেচনা করছেন চ্যানেল কর্তৃপক্ষ।
উল্লেখ্য আলোক হাসানের পরিচালনায় ত্রিভুজ সিনেমাটি তৈরি হয়েছে সোশ্যাল ড্রামা বেজড গল্পে, যেখানে সমাজের তিন স্তরের মানুষের চাওয়া পাওয়ার গল্প ফুটে উঠেছে। তিন দম্পতির চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়-আনিকা কবির শখ, ইমতিয়াজ বর্ষণ-ফারিন খান ও সোহেল মণ্ডল-মৌসুমী মৌ। এ ছাড়া আইনজীবীর চরিত্রে আছেন ঊর্মিলা শ্রাবন্তী কর।