২৫ ডিসেম্বর জয়া আহসানের ‘নকশী কাঁথার জমিন’ সিনেমার স্পেশাল প্রিমিয়ারে এসে অভিনেত্রী জয়ার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন নতুন বড় পর্দায় অভিষেক করা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
‘নকশী কাঁথার জমিন’ সিনেমার প্রিমিয়ার শেষে গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে অভিনেত্রী মেহজাবীন বলেন, ‘সিনেমা কেমন লেগেছে বলতে, জয়া আপুর পাশে দাঁড়িয়ে তারই সিনেমা ও তার অভিনয় নিয়ে কিছু বলবো এইটা ইমপসিবল। আর তাছাড়াও জয়া আপুর ক্ষেত্রে আমি বেশ বায়াসড।’
অভিনেত্রী আরও যোগ করেন, ‘তবুও জয়া আপুর অভিনয় নিয়ে বলতে গেলে সে অসম্ভব ভালো অভিনয় করেছেন। ফ্যান্টাস্টিক ওয়ার্ক! আর পর্দায় কেবল জয়া আপুই নয়, তার পাশাপাশি সকলে নিজেদের সেরাটা দিয়ে প্রতিটি সিনকে অনেক বেশি রিয়্যালিস্টিক করে তুলেছে। অডিয়েন্স কানেক্ট করতে চাইলে আসলে মুল চরিত্র একা ভালো কাজ করলেই হয় না। পুরো টিমকে একতালে কাজ করতে হয়। আর সেই জিনিসটাই নকশী কাঁথার জমিন করতে পেরেছে। আমি যতক্ষণ সিনেমাটা দেখছিলাম আমার মনে হয়েছে আমি সেই সময়টায় প্রেসেন্ট।’
উল্লেখ্য, বিজয়ের মাসে, আগামী ২৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জয়া অভিনীত ‘নকশী কাঁথার জমিন’। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন আকরাম খান। সিনেমায় জয়া আহসান ছাড়াও তার বোনের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সেঁওতি। এছাড়া সিনেমায় আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, রওনক হাসান, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতিসহ অনেকে।