দুনিয়া জুড়ে বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তদের যে নেই কোনো অভাব, এই বিষয়টি তো পুরোনো খবর। নতুন খবর হলো- শাহরুখের ভক্তদের তালিকায় এবার নাম লিখলেন ডাব্লুডাব্লিউই সুপারস্টার জন সিনা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে শাহরুখের বিখ্যাত ছবি ‘দিল তো পাগাল হে’র জনপ্রিয় একটি গান গাচ্ছেন জন। ঝড়ের গতিতে ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
জানা গেছে, ভারতীয় রেসলার গুরব সিহরার সঙ্গে জিম করেন জন। জিম করার এক পর্যায়ে সেখানেই উঠে আসে শাহরুখ প্রসঙ্গ। শাহরুখ ভক্ত গুরব তার পছন্দের তারকাকে নিয়ে জন সিনার সাথেও আলাপচারিতায় মেতে ওঠেন। এর মাঝে এক ফাঁকে একটি ভিডিও ধারণ করে নেন এই রেসলার। সেই ভিডিওতেই শাহরুখ ভক্ত হিসেবে জন সিনার কণ্ঠে একটি গান উপহার দেয়ার চেষ্টা করেছেন তিনি।
গুরবের ভিডিওতে দেখা গেছে, প্রথমে শাহরুখকে নিয়ে কিছু কথা বলেন তিনি। পরবর্তীতে তার গলায় তোলেন ‘দিল তো পাগাল হে’ সিনেমার ‘ভোলি সি সুরত, আখো মে মাস্তি’ গানটি। জন সিনাও সেই সময় তাকে অনুসরণ করে গাইতে থাকেন শাহরুখের গান। ভিডিওতে বেশ সাবলীলভাবেই হিন্দি উচ্চারণ করতে দেখা যায় এই রেসলারকে।
প্রিয় রেসলারের মুখে প্রিয় অভিনেতার সিনেমার গান শোনার বিষয়টি দারুণ উপভোগ করেছেন শাহরুখ ও জন সিনা ভক্তরা।