Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মে ২৫, ২০২৫

জন্মদিনে মিথিলার জন্য কেক বানিয়েছে মেয়ে আইরা

আজ ২৫ মে দেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার জন্মদিন। অভিনেত্রীর বাইরেও তিনি একজন গবেষক, শিক্ষক, কণ্ঠশিল্পী, গীতিকার, নারী ও শিশু অধিকার বিশেষজ্ঞ। গবেষণা বিষয়ক লেখালেখির পাশাপাশি শিশুদের জন্য বইও লেখেন তিনি। ১৯৮৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী।

ছবি: DW

রাত ১২টার আগে থেকেই সহকর্মী, ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেও মিথিলার জন্য সবচেয়ে আনন্দের বিষয় ছিলো তার মেয়ে আইরার কেক উদযাপন।

গণমাধ্যমকে তিনি জানান তার জন্মদিন উপলক্ষে তার একমাত্র মেয়ে আইরা তাহরিম খান নিজ হাতে কেক বানিয়েছেন এবং সেই কেক কেটেই জন্মদিনের প্রথম প্রহর শুরু হয় তার। অভিনেত্রী বললেন, ‘আইরা আমার জন্য নিজ হাতে কেক বানিয়েছে, এটাই তো আমার জন্য সবচেয়ে বড় উপহার।

সে টুকটাক অনেক কিছুই করার চেষ্টা করে, আমার কাজে আমাকে সব সময় ভীষণভাবে সহযোগিতা করে। মাঝে মাঝে আমাকে সারপ্রাইজ দেয়। এগুলোই তো আমাকে আনন্দ দেয়।’

এরপর তিনি বললেন, এখন অফিসে আছি। কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি। সবাই জন্মদিন ঘিরে নানা রকম ভালোবাসায় মোড়ানো শুভেচ্ছা বার্তা দিচ্ছে, ভালো কাগছে। জন্মদিন নিয়ে তো তেমন কোনো পরিকল্পনা থাকে না। অফিস শেষ করে মেয়েকে নিয়ে একটু বের হবো। একটু ঘুরব তারপর মা-মেয়ে একসঙ্গে বাহিরে ডিনার করব। পুরো সময়টা আইরার জন্য’।

ছবি: ফেসবুক

প্রায় দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ার মিথিলার। তিনি বললেন, ‘সত্যি বলতে, এখন পর্যন্ত যা পেয়েছি, জীবন আমাকে যা দিয়েছে তাতেই আমি তৃপ্ত। অনেক কিছু পেয়েছি। এর বাইরে আমার কোনো অভিযোগ নেই। এতটা সময় ধরে দর্শকরা আমাকে ভালোবাসা দিয়ে আসছেন, এটা আমার জন্য আশীর্বাদ।’  

 কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার অভিনীত ‘জলে জ্বলে তারা’ সিনেমা। এ ছাড়া ওটিটিতে গেল ঈদে এসেছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিজন ২। দুটো কাজ থেকেই পেয়েছেন দর্শকের প্রশংসা ও ভালোবাসা। সম্প্রতি ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিজন ২-এর জন্য বাইফা অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর সম্মাননা পেয়েছেন এই অভিনেত্রী।

তবে এর মধ্যে নতুন কোনো কাজে এখনো চুক্তিবদ্ধ হননি বলেও জানান তিনি। জানা গেছে তিনি এখন ব্যস্ত রয়েছেন পিএইচডি সম্পন্ন করার কাজ নিয়ে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বাদ পড়লেন দীপিকা, নেয়া হল তৃপ্তি দিমরিকে

নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ সিনেমায় অভিনয়ের কথা ছিল অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। তবে পারিশ্রমিকসহ…

কানে পুরস্কারপ্রাপ্ত ‘আলী’ নিয়ে মন্তব্য শাকিব খানের  

৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে “স্পেশাল জুরি মেনশন” হিসেবে স্বীকৃতি পেয়েছে…
Exit mobile version