ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি শাহরুখ খান। ২০২৪ সালের ২ নভেম্বর তিনি পালন করেছেন তার ৫৯তম জন্মদিন। এই দিনটিকে আরও বিশেষ করে তুলতেই ভক্তদের সাক্ষী রেখে তিনি ঘোষণা করেন যে, তিনি ধূমপান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
মূলত ২ নভেম্বর শাহরুখের জন্মদিন উপলক্ষে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন অভিনেতা। সেখানে কেক কেটে জন্মদিন উদযাপন করার পাশাপাশি খোলামেলা আড্ডায় মেতে উঠেন তিনি। একইসঙ্গে নিজের ব্যক্তিগত কিছু অভ্যাস বা বদভ্যাস নিয়েও কথা বলেন এ অভিনেতা।
শাহরুখের ধূমপান করার বিষয়টি তার একনিষ্ঠ ভক্ত ও অনুরাগীদের কাছে অজানা নয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র তথ্যানুযায়ী, একসময় নাকি এ অভিনেতা সারাদিন শুধু ব্ল্যাক কফি আর কাবাব নিয়েই মেতে থাকতেন। আর সাথে রাখতেন ‘সিগারেট’। একের পর এক সিগারেট খেতে পারেন তিনি। একটি সাক্ষাৎকারে তো শাহরুখ এমনও জানিয়েছিলেন, তিনি নাকি দিনে ১০০টা সিগারেটও খেতে পারেন। আর সেই শাহরুখই নিজের ৫৯তম জন্মদিনে ধূমপান ছাড়ার মত বড় ঘোষণা দিয়ে ফেলেন।
তবে ধূমপান ছাড়ার পর এখন কেমন লাগছে শাহরুখের? বলিউড বাদশাহ বলেন, ‘প্রথমে ভেবেছিলাম, ধূমপান ছেড়ে দিলে হয়তো শ্বাস নিতে কষ্ট হবে। কিন্তু তেমন কোনও সমস্যা হচ্ছে না। তবে হ্যাঁ, হঠাৎ করে এত বড় বদল আসায়, একটু অসুবিধা হচ্ছে। আশা করছি, সেই সমস্যাও তাড়াতাড়ি কেটে যাবে।’
শাহরুখের ভক্তরাও আশা করছেন অভিনেতার এমন সিদ্ধান্ত কেবল তার ব্যক্তিগত জীবনেই পরিবর্তন আনবে না, বরং তার ভক্তদের জন্যও একটি শক্তিশালী উদাহরণ হিসেবে কাজ করবে।
প্রসঙ্গত, প্রতি বছর ঈদ বা জন্মদিনে নিয়ম করে মান্নাতের ছাদে উঠে ভক্তদের দর্শন দিয়ে থাকেন শাহরুখ। গেলো তিন দশক ধরে এমনটাই চলে আসছে। কেবল করোনা মহামারির সময়ই দেখা গেছে ব্যতিক্রম দৃশ্য। আর ব্যতিক্রম হলো এইবার। এবারের জন্মদিনে প্রথা ভেঙেছেন বাদশাহ। মান্নাতের ছাদে নয়, বরং ভক্তদের সঙ্গেই একান্তে জন্মদিন পালন করেছেন তিনি। শাহরুখ খানের এক ফ্যানক্লাব আয়োজন করে সেই অনুষ্ঠানের। কোনো আড়ম্বর ছাড়াই সাদামাটা পোশাক পরে ‘এস আর কে ডে’ পালন করতে তিনি পৌঁছে যান মান্নাতের অনতিদূরে বান্দ্রার বালগন্ধর্ব রং মন্দিরে। শাহরুখকে দেখে স্বস্তির নিশ্বাস ফেলেন দিনভর অপেক্ষারত ভক্ত। অভিনেতার উপস্থিতিতে সাধারণ আয়োজনটিই হয়ে ওঠে অসাধারণ।