দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান অসংখ্য হিট অ্যালবাম উপহার দিয়েছেন শ্রোতাদের। গেয়েছেন চলচ্চিত্রেও। অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা। মনির খান গানের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয়।
তবে গত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে তিনি দল থেকে পদত্যাগ করেছেন। তবে এ তথ্যকে গুজব হিসেবে আখ্যা দিলেন গায়ক।
সোমবার দেশের এক গণমাধ্যমকে তিনি বললেন, ‘২০১৮ সালের একটি তথ্যকে বিকৃত করে সামনে আনা হচ্ছে। যেটা মোটেও সত্য নয়। আমি দলের পদ ছেড়ে দিয়েছি, দল ছাড়িনি।’
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ছিলেন মনির খান। তবে এখন কোনো পদে নেই। এ বিষয়ে তিনি বলেন, ‘২০১৮ সালে আমি বিএনপির ওই পদ থেকে অব্যাহতি নেই।
কিন্তু আমি দল ছাড়িনি। আমি বিএনপি ছিলাম, আছি। যে গুজব ছড়ানো হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত। গত ১০ বছর ধরে আমি এলাকার সব কিছু গুছিয়ে এনেছি। এলাকায় মানুষজন আমাকে পছন্দ করছে। এসব একটি শ্রেণি পছন্দ করতে পারছে না। তাই গুজব ছড়াচ্ছে।’
আসুন্ন সংসদ নির্বাচনেও অংশগ্রহণ করার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। এ বিষয়ে তিনি বললেন, ‘আমি এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছি। যদি দল চায়, জনগণ যদি চায়; আমাকে যোগ্য মনে করে তাহলে আমি অবশ্যই নির্বাচন করব। আমার তেমনই প্রস্তুতি রয়েছে।‘
১৯৯৬ সালে একক অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’ দিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন মনির খান। এরপর ৪২টিরও বেশি একক অ্যালবাম বেরিয়েছে এই শিল্পীর। তার দ্বৈত ও মিশ্র অ্যালবামের সংখ্যাও অনেক। ‘প্রেমের তাজমহল’, ‘লাল দরিয়া’ ও ‘দুই নয়নের আলো’সহ অনেক হিট গান করেছেন মনির খান।