ঈদে প্রেক্ষাগৃহে আসছে না সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ সিনেমাটি। তবে ভক্তদের পুরোপুরি হতাশ না করে নির্মাতা এম রাহিম সামনে আনলেন সিনেমার নতুন এক চমক। সিনেমায় সিয়াম-বুবলীর সঙ্গী হচ্ছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।
দীঘির সিনেমায় থাকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে নির্মাতা জানিয়েছেন, ‘ছবিতে সিয়ামের অনেকগুলো লুক আছে। একটা অংশে সিয়ামের বিপরীতে দেখা যাবে দীঘিকে। মূলত চমক দেওয়ার জন্যই নামটি পরে জানানো হচ্ছে। এটির জন্য অনেক পরিশ্রম করেছেন, নিজেকে তৈরি করেছেন দীঘি। তবে এখনই দীঘির চরিত্রের বা সিয়ামের সাথে তার সম্পর্কের বিষয়টি বিস্তারিত না বলি। বললে দর্শকের কাছে মজাটা থাকবে না। তবে দীঘির চরিত্রটি এখানে বেশ গুরুত্বপূর্ণ।’
গণমাধ্যমকে নিজের কাজ নিয়ে দীঘি জানিয়েছেন, ‘ছবিতে একটি বিশেষ চরিত্রে কাজ করছি। তবে ছবিতে আমার উপস্থিতি অনেক বেশি থাকবে না। কিন্তু আমার কাছে চরিত্রটি বেশ ভালোই লাগছে। চরিত্রটির স্থায়িত্বকাল কম হলেও একটি ভালো গল্পের, ভালো টিমের সঙ্গে কাজের সুযোগ পেয়েছি। এতেই খুশি আমি।’
অভিনেত্রী আরও যোগ করেন, ‘সিয়াম ভাইয়ের অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। শুটিংয়ে শট দেওয়ার সময় আমরা নিজেরা নিজেরটা নিয়ে ভাবি। কিন্তু সিয়াম ভাইয়ের বেলায় অন্য চিত্র দেখলাম। দৃশ্য করার সময় দেখলাম, তিনি শুধু নিজেকে নিয়েই ভাবেন না, নিজের পাশাপাশি পুরো দৃশ্যের সাথে সংশ্লিষ্ট সবকিছুই তার মাথায় থাকে। যাতে দৃশ্যটি উপযুক্তভাবে ধারণ করা হয়। সত্যিই এমনটা দেখে আমি বেশ অবাক হয়েছি। একদিন তাসর সাথে কাজ করে অনেক কিছুই শিখেছি।’
উল্লেখ্য, ‘জংলি’ সিনেমায় আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলুসহ আরও অনেকে। এই সিনেমার চারটি গানেরই সুর ও সংগীত করেছেন প্রিন্স মাহমুদ।