সড়ক দুর্ঘটনার শিকার হয়ে সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র সন্তান কুমার নিবিড় কানাডার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন দীর্ঘ সাড়ে আট মাস ধরে। ছেলের জন্য এতদিন যাবৎ বুকে জমিয়ে রাখা কষ্টগুলোই বিশ্বজিৎ এবার সুরের মাধ্যমে প্রকাশ করলেন ‘নিবিড় অপেক্ষা’ শীর্ষক গানের মাধ্যমে।
২২ নভেম্বর ছিল নিবিড়ের ২২তম জন্মদিন। এই উপলক্ষে নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে গানটির টিজার শেয়ার করেন কুমার বিশ্বজিৎ। সাথে ক্যাপশনে গানের লাইন গুলো তুলে ধরে তিনি লিখেন, “আমার বুকেই কেন বৃষ্টি অঝোরে ঝরে পড়ছে? তবু সারাক্ষণ আমার হৃদয়-মন ‘নিবিড়’ অপেক্ষা করছে।“ ছেলেকে “শুভ জন্মদিন” জানিয়ে পোস্টের ক্যাপশন শেষ করেন তিনি।
‘নিবিড় অপেক্ষা’ গানটি লিখেছেন হাসানুজ্জামান মাসুম। সুর ও সংগীতায়োজনে আছেন কিশোর দাস।
নিবিড়ের জন্য গাওয়া এই গানের মাধ্যমে দীর্ঘদিন পর কোনো গানে কণ্ঠ দিলেন বিশ্বজিৎ। এই প্রসঙ্গে শিল্পী জানান, “শিল্পীর প্রাণ মরে যায় যখন, তখন গান গাওয়াটাই তার জন্য কঠিন হয়ে যায়। আর আট মাস ধরে একরকম বেঁচে থেকেও বেঁচে না থাকার মতো আছি আমি।” গায়ক আরও যোগ করেন, “এবার ব্যক্তিগত কিছু কাজে যখন দেশে যাই, তখন আমার স্নেহের দুই ছোট ভাই কিশোর ও বাপ্পী এসে ধরলো গানটি গাওয়ার জন্য। বললো, ‘আপনার জন্যই গানটি করা’।”
নিজের অনুভূতি নিয়ে বিশ্বজিৎ বলেন, “গানটির কথা ও সুর ভালো লাগলো। তার চেয়ে বড় বিষয় হলো, গানটিতে একটা আর্ত এবং অপেক্ষার বিষয় রয়েছে, যেটা আমাকে খুব স্পর্শ করেছে, তাই গাইলাম।”
উল্লেখ্য যে, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি কানাডায় সড়ক দুর্ঘটনার শিকার হন নিবিড় ও তার তিন বন্ধু। নিবিড় বেঁচে গেলেও মর্মান্তিক ঐ দুর্ঘটনায় প্রাণ হারান তার সেই তিন সহযাত্রী। এরপর থেকে দীর্ঘ এই সময় ধরে কানাডার সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বিশ্বজিৎ পুত্র। কিছুদিন আগেই নিবিড়ের স্বাস্থ্যের আপডেট জানিয়েছিলেন এই গায়ক। ছেলে সুস্থ হওয়ার পথে জানিয়ে যারা যারা নিবিড়ের জন্য প্রার্থনা করেছেন সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন তিনি।