২০২৩ সালে দ্বিতীয়বার বাবা হয়েছেন অভিনেতা জিৎ। ছেলে জন্মের সুখবর দিলেও আড়ালেই রেখেছিলেন সদ্যোজাত ছেলেকে। জন্মের তিনমাস পর ছেলে রোনাভের ছবি প্রকাশ করলেন অভিনেতা।
১৫ জানুয়ারি নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন জিৎ। সেখানে মাথায় সার্জিক্যাল ক্যাপ পরে নবজাতক সন্তানকে জড়িয়ে ধরে আদর করতে দেখা যায় তাকে। ক্যাপশনে লেখেন, “দিনটি ছিল আমার জীবনের একটি শুভদিন। সেদিন সে পৃথিবীকে হ্যালো বলেছিল। চলুন আমার ছেলে রোনাভের সাথে পরিচয় করিয়ে দেই।”
অভিনেতার এই পোস্টে ছোট রোনাভ ও জিতকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার ভক্ত- শুভাকাঙ্ক্ষীরা।
উল্লেখ্য, ২০১১ সালে স্কুল শিক্ষিকা মোহনাকে বিয়ে করেন জিৎ। ২০১২ সালে মেয়ে ন্যাভায়ার পর এবার পুত্র সন্তানের বাবা হলেন তিনি।